সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষযড়ন্ত্রকারীদের প্রতিহত করতে যুবলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষযড়ন্ত্রকারীদের প্রতিহত ও সন্ত্রাস-নৈরাজ্য দমনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে বেবীস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন।
এছাড়াও উপস্থিত হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, শাহ মোঃ আরজু, হাজী মোঃ সামছু, শওকত আকবর সোহেল, ফজলুর রহমান খান, আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, এডভোকেট আনিসুজ্জামান, এমএ হাকীম, বিপুল রায়, মোঃ আলম মিয়া, শাহ আলম সিদ্দিক, মোঃ বদরুল আলম, বেলার আহমেদ, রুহুল আমীন সিজিল, শাহরিয়ার সুমন, এডভোকেট মহিউদ্দিন সোহেল, কামাল আহমেদ, আমীর খান, মঈনুদ্দিন চৌধুরী সুমন, এডভোকেট সুবল গোপ, শান্তনু দাশ অলক, বিপ্লব রায় সুজন, মোঃ জাহির মিয়া, সাবেক যুবলীগ নেতা আব্দুল আউয়াল দুদু, সবুজ আহমেদ, সেলিম আহমেদ, ইমতিয়াজ জাহান শাওন, সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ  সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীবুর রহমান, পৌর যুবলীগ নেতা আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েল মিয়া, আবুল কাশেম রুবেল প্রমুখ।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনেও নৌকা মার্কার বিজয় নিশ্চিতে করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্টার সাথে দেশ পরিচালনা করে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। মাদক এবং সন্ত্রাসীর গডফাদারদের কারণে যদি দেশের উন্নয়ন কাজ ব্যহত হয় তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলার হুশিয়ারী দেন আতাউর রহমান সেলিম। এছাড়াও আগামী ৮ ফেব্র“য়ারী বিএনপি-জামায়াত যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী হামলার সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য যুবলীগের সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।
এ সময় বক্তারা বলেন, বিগত পৌর নির্বাচনসহ বিভিন্ন সময়ে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র করা হয়েছে। এ সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতির পিতার আদর্শকে লালন করে রাজনীতি করার জন্য যুবলীগের সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com