শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

মানবাধিকার কাউন্সিলের অভিষেকে এমপি আবু জাহির মানবাধিকার সংগঠনগুলো নির্যাতিতদের পাশে দাড়ালে সুবিচার নিশ্চিত হয়

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০১৪
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোঃ আবু জাহির এমপি বলেছেন, যেখানে মানবাধিকার লংঙ্গিত হবে সেখানেই মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মানবাধিকার সংগঠনগুলো নির্যাতিতদের পাশে দাড়ালে সুবিচার নিশ্চিত হয়। তিনি বলেন, সরকারের একার পক্ষে নির্যাতনের সব বিষয় অবহিত হওয়া সম্বব নয়। তাই নির্যাতনের চিত্র তুলে ধরে মানবাধিকার সংগঠনগুলো সরকারকে সহযোগীতা করতে পারে। তিনি হবিগঞ্জের নব গঠিত বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলকে মানবাধিকার লঙ্গনের বিরুদ্বে সোচ্ছার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এমপি আবু জাহির গতকাল সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) হবিগঞ্জ জেলা শাখার অভিষেক ও উদ্বোধনী অনুষ্টানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আবু লেইছ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী শামীমের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কামাল গনি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফার আহম্মেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, উপাধ্যক্ষ মোঃ আব্দুজ জাহের, সাবেক শিক্ষক মোঃ নুরুল ইসলাম, প্রবাসী আলতাফ চৌধুরী। এতে বক্তব্য রাখেন, মোঃ রজব আলী, মোঃ নজরুল ইসলাম, এডঃ মাহববুজ্জামান লিপন, নুর উদ্দীন সুমন, মানপত্র পাঠ করেন শফিকুল ইসলাম সেলিম।
এর পূর্বে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি  হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে  বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে মানবাধিকরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে একই স্থানে অভিষেক, পরিচয়পত্র বিতরন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ডঃ ফরিদ উদ্দিন ফরিদ। মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আবু লেইছ এর সভাপতিতে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের সচিব উপসচিব (অবঃ) মোঃ ফজলুল করিম, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, মানবাধিকারের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ সোলায়মান, বিশিষ্ট ব্যাবসায়ী  শংকর পাল, ব্যাবসায়ী মোঃ হিরাজ মিয়া, মোঃ সফর আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com