শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

হবিগঞ্জ সদর, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কে কোন প্রতীক পেলেন

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩ মার্চ হবিগঞ্জ সদর, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। গতকাল জেলা রিটার্নিং অফিসার মোঃ আবদুর রউফ প্র প্রতীক বরাদ্ধ প্রদান করেন। এ সময় প্রার্থী ও প্রার্থীর পক্ষে লোকজন উপস্থিত ছিলেন। নিম্নে প্রার্থীর নাম ও প্রাপ্ত প্রতীক প্রদান করা হল-
হবিগঞ্জ সদর উপজেলা ঃ বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (ঘোড়া), আওয়ামীলীগ সমর্থিত মোতাচ্ছিরুল ইসলাম (আনারস), বিএনপির সমর্থিত গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (দোয়াত কলম), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম (কাপ-পিরিচ) ও গণফোরাম নেতা আব্দুল হাসিব চৌধুরী (টেলিফোন)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান (টিউবওয়েল), জেলা কৃষকদল সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল (তালা), শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল (চশমা) ও আওয়ামীলীগ নেতা নুরুল আমিন ওসমান (উরোজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ফেরদৌসী আরা বেগম (ফুটবল), বিএনপি’র নুরুন্নাহার শিমুল (হাঁস) ও সুরাইয়া আক্তার রাখী (কলস)।
লাখাই ঃ
বর্তমান চেয়ারম্যান রফিক আহমেদ (উরোজাহাজ), আওয়ামীলীগ নেতা আবুল হাশেম মোল্লা মাসুম (দোয়াত-কলম), অমরেন্দ্র লাল রায় (টেলিফোন), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (ঘোড়া), উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমেদ (কাপ-পিরিচ), বিএনপি নেতা তাজুল ইসলাম মোল্লা তাজ (মোটর সাইকেল) ও আব্দুল ওয়াহেদ ওয়াহিদুজ্জামান আগা মিয়া (আনারস), ডক্টর এম আখতার আহাদ চৌধুরী স্বপন (চিংড়ি মাছ) এবং খেলাফত মজলিসের মাওলানা আব্দুল কুদ্দুস (ফেস টুপি)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা এস আর তালুকদার শাহনুর (মাইক), আওয়ামীলীগ নেতা মোঃ শফিউল আলম, আমিনুল ইসলাম আলম (তালা), সুমন ভূঁইয়া (চশমা), মফিউল আলম (টিয়া পাখি) ও মোর্শেদ কামাল চৌধুরী (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ফয়জুন্নেছা খানম (ফুটবল), নুরুন্নাহার বেগম (পদ্মফুল), রেহানা বেগম (হাঁস) ও স্বপ্না রাণী আচার্য্য হেপী  (কলস)।
আজমিরীগঞ্জ ঃ
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া (কাপ-পিরিচ), সাধারণ সম্পাদক আতর আলী (মোটর সাইকেল), বিএনপি’র হাবিবুর রহমান (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী রওশন মোশাররফ শাবানা (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ (মাইক), আওয়ামীলীগের নাজমুল হাসান (উরোজাহাজ), প্রদীপ রায় (তালা), জামায়াতের ডাঃ আব্দুল হাই (টিউবওয়েল) ও বিএনপি’র অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের হেনা বেগম (কলস) ও স্বতন্ত্র প্রার্থী রোকসানা আক্তার (হাঁস)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com