বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা জমিয়তের সম্মেলনে বক্তারা আলেম সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৪৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়। জেলা সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে এবং মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওঃ তাফহীমুল হক ও মাওঃ এখলাছুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন এর প্রতিনিধি মাঃ ইমদাদুল্লাহ, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেন কাসেমী, কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আঃ রব ইউসূফী, আল্লাম জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব আল্লামা নাজমুল হাসান, মাওঃ মুহাম্মদ উল্লাহ জামী, মাওঃ তফাজ্জুল হক আজিজ, সহকারী মহাসচিব মাওঃ আতাউর রহমান কোম্পানীগঞ্জী, প্রচার সম্পাদক মাওঃ জয়নাল আবেদীন, সিলেট মহানগর সভাপতি মাওঃ খলিলুর রহমান, সেক্রেটারি মাওঃ ফখরুজ্জামান, যুব জমিয়ত কেন্দ্রীয় সেক্রেঃ আলহাজ্ব গোলাম মৌলা, সুমানগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি মাওঃ আক্তার হুসাইন, সিলেট রিপোর্টার সম্পাদক যুব নেতা মাওঃ রুহুল আমিন নগরী, জেলা ও উপজেলা জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের সভাপতি সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে আল্লামা নূর হুসেন কাসেমী বলেন, বিজয়ের মাসে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে প্রতিশ্র“তিবদ্ধ হতে হবে। সেই লক্ষ্য নিয়ে জমিয়ত দেশব্যাপি জোরদার তৎপরতা চলছে। আলেম সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠায় উলামা মাশায়েখসহ সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে। ফিলিস্তিন ইস্যুতে তিনি সরকারকে মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় অনড় মনোভাব পোষণ করতে বলেন। রুহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ফিরিয়ে নেওয়ার জন্য কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। জমিয়তের আদর্শ অনুপ্রাণিত হয়ে আল্লাম হবিগঞ্জী ও আল্লামা কাসেমীর হাতে হাত রেখে প্রায় অর্ধশত যুবক ও ছাত্র, জমিয়তে যোগদান করেন। জমিয়তের উপদেষ্ঠা আল্লাম আব্দুস শহিদ শায়েখ গলমুকাপন এর দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com