রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

হবিগঞ্জ একটি উন্নয়ন সম্ভাবনাময় এলাকা-সচিব জিয়াউল আলম

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যাক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিন ব্যাপি এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। কর্মশালায় অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল। কর্মাশালায় দুটি প্রেজেন্টেশন দেন জেলা প্রশাসক মনীষ চাকমা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল। পরে সেই প্রেজেন্টেশনের উপর গ্র“প ওয়ার্কে অংশগ্রহণকারী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এন এম জিয়াউল আলম বলেন, আমরা এমডিজিতে চ্যাম্পিয়ন হয়েছি। এসডিজিতেও অনেক অর্জন আছে। এসডিজিরে ১৭টি সূচকেই এগিয়ে যেতে হবে। এ ব্যাপারে দেশের বিনিয়োগ পরিকল্পনা হতে হবে টেকসই। তৃণমূলে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আর না হলে টোটাল উন্নয়ন নিশ্চিত হবে না। উদ্যোক্তা সৃষ্টির জন্য জেলা পর্যায়েও কমিটি আছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান উন্নয়ন পরিকল্পনায় যাতে দেশের কোন লোক বাদ না যায়। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে কাজ করছে সরকার। হবিগঞ্জ একটি উন্নয়ন সম্ভাবনাময় এলাকা। এখানে যেমন বৈচিত্র রয়েছে তেমনি সম্পদেও ভরপুর। এখানে পর্যটনের ভাল সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জসহ দেশের সকল জেলাকে বিশ্ব দরবারে পৌছে দিতে ব্র্যান্ডিং এর উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মশালা জেলা ব্রাডিন্ডং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় জেলার সকল বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও মানবাধীকার কর্মীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com