বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশ সফররত ব্রিটিশ পার্লামেন্টের ৩ এমপি ও ৪ কাউন্সিলরকে আমিরচাঁন কমপ্লেক্সের পক্ষ সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সফররত ব্রিটিশ পার্লামেন্টের ৩ এমপি ও সিটি কর্পোরেশনের ৪ কাউন্সিলকে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন, মানচেস্টার সেন্ট্রাল আসনের এমপি লুসি পাওয়েল, বার্মিংহাম লেডিউড আসনের এমপি শাবানা মাহমুদ, মানচেস্টার হুয়াইটিংটন আসনের এমপি জেফ স্মিথ। সংবর্ধিত কাউন্সিলররা হলেন, কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর আবিদ চোহান, কাউন্সিলর বাসিত শেখ ও কাউন্সিলর আলী ইলিয়াস। হবিগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং আমিরচাঁন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আবুল কাশেমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহেদ পাবেল, পুলিশ সুপারের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মোঃ রাসেলুর রহমান।
বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউকে নর্থওয়েস্ট শাখার সভাপতি ময়নুল আমীন বুলবুল, হবিগঞ্জ নজরুল একাডেমীর সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, ইনার হুইল ক্লাব প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খানম। অনুষ্ঠানের আংশিক পরিচালনা করেন রোটারিয়ান শর্বানী দত্ত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুজাহিদ আহমদ ও গীতা পাঠ করেন রোটারিয়ান শর্বানী দত্ত। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শামীম আহছান, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, রোটারিয়ান অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com