নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের গরু চোর সর্দার ফজলকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত ফজল দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে ইনাতগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ও এএসআই সুহেল দেব সঙ্গীয় ফোর্স নিয়ে কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন জানান, গ্রেফতাকৃত ফজল মিয়ার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে। সে এলাকার গরু চোরের গড ফাদার।