বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

সুখিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুখিয়া রবি দাশের সকল আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে নাগরিক আন্দোলনের উদ্যোগে হবিগঞ্জ এর বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ১০জুন হবিগঞ্জের সুতাং বাজারে রবি দাশ সম্প্রদায়ের সুখিয়া রবি দাশকে সাইলু মিয়া গংরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবীতে নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে শতশত মানুষের অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক ও নাগরিক আন্দোলনের নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার সভাপতি এড. অহিন্দ্র দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক এড. স্বরাজ রঞ্জন বিশ্বাস, আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড. মুরলী ধর দাশ, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক হীরেন্দ্র দত্ত, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলার সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, বাসদ হবিগঞ্জ জেলা সমন্বয়ক এড, জুনায়েদ আহমেদ, মোশাররফ হোসেন শান্ত, এড. কামরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, এড. রনধীর দাশ, আঃ মুনিম চৌধুরী বুলবুল, সুধাংশু সূত্রধর, শংখ শুভ্র রায়, আবু হেনা মোস্তফা কামাল, হুমায়ুন খান, হবিগঞ্জ রবিদাশ সমাজকল্যান সংস্থার সভাপতি জীবন রবি দাশ, সহ-সভাপতি নারায়ন রবি দাশ, সাধারণ সম্পাদক রঞ্জু রবি দাশ, জাগ্রত রবি দাশ, রঞ্জু রবি দাশ, শান্তনু কুমার ধর, সিদ্দিকী হারুন, এড. জিলু মিয়া, নাট্যব্যক্তিত্ব জালাল উদ্দিন রুমি, তোফাজ্জল সোহেল, সুমন্ত দাশ, এমএম হেলাল, এড. জামান, এড. মনোজিৎ দাস, রঙ্গলাল রবি দাশ, রুবেল রবি দাশ, বীরবল দাশ, রনজিৎ রবি দাশ, নরেশ রবি দাশ, মন্টু রবি দাশ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন- এ হত্যাকান্ডের মূল উদ্দেশ্য রবি দাশ সম্প্রদায়ের সম্পত্তি তথা ভিটা বাড়ী গ্রাস করা। মামলার আসামীকে পুলিশ গ্রেফতারে ব্যর্থ হয়েছে। তাই হবিগঞ্জবাসীর দাবী অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com