বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা প্রার্থীদের বিরামহীন পথচলা

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলা নির্বাচনে ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। নানা কথায় তারা নিজেকে তুলে ধরছেন ভোটারের কাছে। স্ব-হাস্যে বলছেন, আপনাদের ভোট নিয়ে যদি জয়যুক্ত হতে পারি তাহলে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো। আমরা মায়ের জাত। আমরা কোন দুর্নীতি করবো না। আমাদেরকে দয়া করে ভোট দিন..। এরপরও ভোটাররা মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে তেমন একটা মাতামাতি করছেন না। তাদের যত আলোচনা-সমালোচনা চেয়ারম্যান প্রার্থী নিয়ে। এবারকার নির্বাচনে চুনারুঘাট থেকে ৩ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান, আওয়ামীলীগের একক প্রার্থী আবিদা খাতুন (কলস), বিএনপি’র একক প্রার্থী কাজী সাফিয়া আক্তার (হাঁস), নতুন মুখ সুফিয়া মজুমদার (গোলাপ ফুল)। ওই প্রার্থীদের মধ্যে সব ক’জনের বাড়ীই চুনারুঘাট পৌরশহরে। তবে সুফিয়া মজুমদার গ্রামে প্রচার চালাতে গেলে নিজেকে গাজীপুর ইউনিয়নে বলে পরিচয় দিয়ে থাকেন কারন তার স্বামীর বাড়ী গাজীপুর ইউনিয়নে। আর বাবার বাড়ী পৌর শহরে। তিনি স্বামীর সাথে ঢাকায় অবস্থান করেন। বাকীরা স্থায়ীভাবে বসবাস করেন পৌর শহরে। চুনারুঘাট উপজেলাটি মুলত চা বাগান ও পাহাড় ঘেরা। এ উপজেলার বহু মানুষ বাস করেন পাহাড় ও চা বাগানে। এসব স্থানে প্রচার চালাতে গিয়ে মহিলা প্রার্থীদেরকে পড়তে হয় বিড়ম্বনায়। পায়ে হেঁটে যেতে হয় অনেক স্থানে। এ কারনে তারা অনেকটা ক্লান্ত। এরপরও থেমে নেই তাদের পথচলা। উপজেলার ১ লাখ ৮০ হাজার ভোটারের কাছে যেতে না পারলে প্রচারে অপুর্নতা থেকে যাবে এ ভেবে নাওয়া-খাওয়া রেখে তারা ছুটছেন এ গ্রাম থেকে ও গ্রামে। একটাই উদ্দেশ্য, ভাইস চেয়ারম্যানের আসনটি দখলে নেয়া। সেবক হয়ে জনগণের পাশে থাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com