মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে আলোচিত সবুর হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর আলচিত সবুর হত্যার মামলার আসামী রব্বান মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রব্বান মিয়া কানাইপুর গ্রামের পরবেশ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, সবুর হত্যা মামলার আসামী রব্বান মিয়া সৈয়দপুর বাজারে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ও সাব ইন্সেপেক্টর প্রদ্যুৎ  ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য কানাইপুর গ্রামে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষে সাবেক  মেম্বার ফরজ আলী ও ইছমত আলী এবং অপর পক্ষে বিল্লাল  ও বারিক মিয়ার মধ্যে বিরোধের জের গত ৩ জুন সংঘর্ষ হয়। এতে সবুর নিহত হয়।  এ ব্যাপারে সবুরের মা আজিজুন নেছা বাদি হয়ে ২৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা ঘটনার ২৮ দিন পর মামলার আসামী রব্বান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com