বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাহাড়ি ঢলে চুনারুঘাটের চন্ডিছড়া ব্রীজের এপ্রোচ ভেঙ্গে গেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া ব্রীজের এপ্রোচ (সড়ক) ভেঙ্গে গেছে। গত দুদিনের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের পানিতে গতকাল মঙ্গলবার ভোরে ব্রীজটির একটি অংশ পানিতে ভাসিয়ে নিয়ে যায়। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে আমু চা বাগান থেকে আমুরোড হয়ে বিকল্প সড়কসহ উপজেলার অভ্যান্তরীন কয়েকটি সড়ক বানের পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ওই এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
গত দুদিন ধরে ভারী ও মাঝারি বর্ষন এবং পাহাড়ী ঢলে মঙ্গলবার সকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকার ব্রীজটি দক্ষিনাংশে প্রায় ৪০ ফুট ভেঙ্গে পানিতে তলিয়ে যায়। ব্রীজটি ঝুলন্ত অবস্থায় থাকলেও বালি মাটি হওয়ার কারণে প্রচন্ড বেগে আসা পাহাড়ী ঢলে ব্রীজের দক্ষিন অংশ থেকেই সড়ক ভেঙ্গে যায়। বানের পানিতে শত শত চা গাছও তলিয়ে যায়। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। উক্ত সড়কের চন্ডিছড়া থেকে সাতছড়ি পর্যন্ত আরো অন্তত ১২/১৪টি স্তান মারাত্বক ঝুকির মধ্যে রয়েছে। কোন কোন স্থানে সড়ক ভেঙ্গে অর্ধেকে চলে এসেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সওজ গত দুমাস যাবত এসব ভাঙ্গনের স্থান মেরামতের কাজ সম্পন্ন করে। তারপরও চন্ডিছড়া ব্রীজের কাছে ভাঙ্গন ঠেকানো যায়নি।
এদিকে উপজেলার চন্ডিছড়া, আমু, নালুয়াসহ কয়েকটি চা-বাগানের চা শ্রমিকসহ বিকল্প সড়ক আমুরোড হয়ে চুনারুঘাট আসার রাস্তা আমুরোড-আমু চা বাগান সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলার কালিশিরি-রাজার বাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার গ্রামগুলোতে পানিতে থৈ থৈ করছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
অপরদিকে টানা বর্ষন ও পাহাড়ী ঢলে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের রাস্তা, পুকুর ডোবা ও ফসল পানির নিচে রয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি উপচে উপজেলার বিস্তৃর্ণ এলাকার ফসলাদি ডুবে গেছে। উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা, সাটিয়াজুরী, মিরাশী ও রানীগাও ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম এখন পানিতে ভাসছে। বিশেষ করে কালিশিরি সহ কয়েকটি গ্রামের মানুষ একেবারেই পানিবন্দি রয়েছে। এসব এলাকার আউশ ফসল এখন পানির নিচে রয়েছে। এসব ইউনিয়নের গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খোয়াই নদীর পানি বিপদসীমার ১১৬ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরজমিনে দেখা গেছে, উপজেলার সিংপাড়া ও পশ্চিম পীরেরগাও মাঝামাঝি খেয়াঘাট এলাকায় খোয়াই নদী ভাঙ্গনের আশংকা দেখা দিয়েছে। এসব এলাকা বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্ত এখন মরন ফাদ হয়ে দাড়িয়েছে। যে কোন সময় খোয়াই নদীর বাধঁ ভেঙ্গে ওই এলাকার ১৫/১৬টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। এছাড়া খোয়াই নদীর বাল্লা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আরো প্রায় ২০টি স্থান রয়েছে ঝুকিপুর্ণ অবস্থায়। এসব এলাকার লোকজন রাতজেগে নদীর পাড় পাহাড়া দিচ্ছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড নদীর ঝুকিপুর্ণ এলাকার মানুষকে সতর্ক থাককে নোটিশ দিয়েছে।
এদিকে গতকাল সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা বন্যা কবলিত এলাকা ও ব্রীজ ভাঙ্গনের এলাকা পরিদর্শন করেছেন।
এবিষয়ে চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, সকাল অনুমান ৬টার দিকে ব্রীজটির দক্ষিনাংশের সড়ক ভেঙ্গে চুরমার হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com