বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্টুডেন্ট কাউন্সিল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা, নেতৃত্ব বিকাশ ও শতভাগ ভর্তিসহ ঝঁরেপড়া রোধের উদ্দেশ্যে এই নির্বাচন করা হয়। পরিবেশ, পুস্তক-শিখন, স্বাস্থ্য, ক্রীড়া-সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপন, বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন এই ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরেজমিন তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা গেছে, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, প্রার্থী, পোলিং অফিসার, এজেন্ট, ভোটার সবাই ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র শীল জানান, নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল জানান, নির্বাচনের মাধ্যমে শিশুরা গণতন্ত্র চর্চা, নিজেদের অধিকার ও মতামত সম্পর্কে জানতে পারবে। ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রতিটি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সফল করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।