মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

নবীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবীগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, পৌর পরিষদ, যুব সংহতি, বিএনপি, আনন্দ নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তেলন করা হয়। সকাল ৯টায় নবীগঞ্জ শহরের জে কে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কাউটসদের সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। পরে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, কাবদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত স্কুলের ছাত্র ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতীক), প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মতিউর রহমান মুন্নাসহ অনেকেই। বেলা ২টায় সংশ্লিষ্ট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সময়সূচী অনুযায়ী জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকেল ৪টায় উপজেলা চত্ত্বরে ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসন একাদ্বশ বনাম পৌরসভা একাদশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com