শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

সরকার দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুত সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। খেয়াল রাখতে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে ৬৯ লাখ ৫৮ হাজার ৮শ’ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ৫২৭টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতায়ন নয় সারাদেশে যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুত দিয়ে দায়িত্ব পালন করছেন। আর আপনাদের দায়িত্ব হলো সঠিকভাবে এর ব্যবহার করা। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ হচ্ছে আমাদের দেশের সম্পদ। আর দেশের সম্পদের সঠিক সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। কেউ যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকেও সজাগ থাকার আহবান জানান তিনি।
গতকাল শনিবার বিকালে স্থানীয় মুরুব্বী হাজী আব্দুল কাইয়ুম ছুরুক ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ্ রেজা উদ্দিন আহমেদ দুলদুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, এনামূল হক মামুন, পল্লী বিদ্যুতের পরিচালক মাস্টার এম এ মতিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপ। এদিকে গতকাল দুপুরে ৫০ লাখ টাকা ব্যয়ে মুড়িয়াউক নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com