বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ॥ গভীর রাতে ১০ যুবক-যুবতি আটক

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার পরিবেশ বিনষ্টসহ আইন শৃংখলা রক্ষায় বিঘœ ঘটছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজারসহ অবৈধ মেলামেশার অভিযোগে ১০ যুবক-যুবতীকে আটক করে। আটকরা হল, বরগুনা জেলার বেতাাগি থানার চরকালি গ্রামের মুখলেসুর রহমানের পুত্র সজিব খান (২৩) ও বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের মস্তু মিয়ার কন্যা নিছা চৌধুরী (২০), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

গ্রামের মৃত মিন্টু মিয়ার পুত্র রাজু মিয়া (১৮), একই গ্রামের আতাবুর রহমানের কন্যা রুমা আক্তার (১৮), বাহুবল উপজেলার চকমন্ডল গ্রামের আফরোজ মিয়ার পুত্র মাইক্রোবাস চালক আলমগীর (২২), নেত্রকোনা জেলার শিবসাদপুর গ্রামের নেত্রকোনা সরকারি কলেজের ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী বাউল শিল্পী রুবি আক্তার (২০), শায়েস্তাগঞ্জের কলিমনগর গ্রামের মাহতাব আলীর পুত্র উজ্জল মিয়া (১৮) ও বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আলামিন মিয়ার কন্যা জুলহাস বেগম (২০), খাগড়াছড়ি জেলার মানিক ছড়ি উপজেলার কদ্দুছ মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২৭), চুনারুঘাট উপজেলার ছনাউ গ্রামের আব্দুল গনির কন্যা আঙ্গুরা বেগম (২৮) ও শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের হোটেল ম্যানেজার তাউছ মিয়া (৪৫)। গতকাল শুক্রবার তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটকরা জানায়, তারা পেশাদার কোন যৌনকর্মী নয়, প্রেমের সম্পর্কে তাদের কেউ কেউ পালিয়ে এসে হোটেলে রাত্রিযাপন করে। পুলিশ জানায়, তাদেরকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী হিসেবে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় তাদেরকে পুলিশ আইনের ৩৪ ধারায় কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com