বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাট বাল্লা সীমান্তে ‘বাবা’র জন্য মরিয়া যুবা-কিশোর

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “বাবা”র জন্য পাগল যুবক কিশোর সবাই। প্রতিদিন অন্তত একখান বাবা চাই তাদের। সীমান্তের হাট-বাজারগুলোতে একটি বাবা বিক্রি হয় আড়াই’শ টাকায়। বাবা পাওয়া যায় সহজেই। ইয়াবা ট্যাবলেটের নাম ‘বাবা’। ব্যবসায়ীরা ইয়াবাকে ‘বাবা’ বলেই সম্বোধন করে। চুনারুঘাটের বাল্লা সীমান্তের আসামপাড়া বাজারসহ ১০টি স্পটে চলছে ইয়াবার ব্যবসা। হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবাসহ বিভিন্ন জাতের মাদক। গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লায় মাদক বিকিকিনি হয় অনেকটা প্রকাশ্যেই। আজন্ম ব্যবসায়ীরা রীতিমত মদের হাট বসিয়েছে সীমান্তে। নারী-শিশুরাও এ ব্যবসা জড়িয়ে পড়ছে। নেশার রাজ্যে ডুবে যাচ্ছে যুব সমাজ। আইন প্রয়োগকারী সংস্থা মাদক ব্যবসা রোধ করতে পারছেনা। সীমান্ত সূত্র জানায়, বাল্লা সীমান্তের টেকেরঘাট, পাক্কাবাড়ী, বড়ক্ষের, টিলাবাড়ী, গোবরখলা, ফাটাবিল, গাজীপুর, সাদ্দামবাজার, আহমদাবাদ ইউপি’র চিমটিবিলখাস, আমুরোড বাজারসহ সীমান্তের ১০টি গ্রামের শতাধিক নারী-পুরুষ মাদক ব্যবসায় জড়িত। এরা সীমান্তের কুলিবাড়ী, শ্মশানঘাট, বড়ইতলা, মোকামঘাট, বড়ক্ষের, চিমচিবিল, গুইবিল, সাতছড়ি, কালেঙ্গা পয়েন্ট দিয়ে ইয়াবা, অফিসার চয়েজ, নাম্বার ওয়ান, ভটকা, ম্যাকডুয়েল, বিয়ার, ফেনসিডিল, বাংলা মদ এবং নানা ধরনের যৌন উত্তেজক বড়ির চালান নিয়ে আসে। সীমান্তরক্ষী বিজিবি মাদকের চালান আটকাতে পারছেনা। তবে বিজিবি বিশেষ ব্যবস্থায় প্রতি মাসেই কিছু মাদক আটক দেখিয়ে মামলা করে থাকে। এটাতেই শান্তি খোজেন বিজিবি’র উপর মহল। সীমান্তের গোবরখলা, টেকেরঘাট, আমু চা বাগান, চিমটিবিলখাস এবং আহমদাবাদ ইউপি’র বনগাঁও গ্রামের চিহ্নিত চোরা ব্যবসায়ীরা একজন মধ্যস্বত্বভোগীকে বখরা দিয়ে মাদকের চালান পৌছে দিচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। গাজীপুর ইউপি’র ইব্রা শাহ ভিলেজ মার্কেটের আশপাশ, ইছালিয়া সেতু ও আমুরোড বাঁশতলা, সিএনজি পয়েন্ট হয়ে প্রতিদিন টেম্পু, সিএনজি, মোটর সাইকেল, রিক্সা করে মাদকের চালান যায় গন্তব্যে। র‌্যাব-বিজিবি মাঝে-মধ্যে মাদক ব্যবসায়ীদের তাড়া করছে-পাকড়াও করছে কিন্তু কৌশলী ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। গত রবিবার আমুরোড বাজারে অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। হালে বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামের জনৈক ব্যক্তিকে ম্যানেজ করে মাদক ব্যবসা চলছে। ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি নিজেকে বিজিবি ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতি বোতল হুইস্কি (৭৫০ এমএল) থেকে ৫০ টাকা, ফেনসিডিলের প্রতি বোতল থেকে ২৫ টাকা ও প্রতি ইয়াবা ট্যাবলেট থেকে ২০ টাকা বখরা আদায় করছেন। তার বিরুদ্ধে বিজিবি-পুলিশের কাছে নালিশ করেও কোন ফায়দা পাচ্ছেন না এলাকাবাসি। তিনি অকটেনের বিনিময়ে ভারত থেকে নিয়ে আসছেন মাদক। তার অপকর্ম নিয়ে সীমান্তে চলছে নানান ধরণের আলোচনা। এ ব্যাপারে বাল্লা বিজিবি’র সুবেদার নবির হোসেন বলেন, সীমান্তে মাদক চোরাচালানরোধে বিজিবি খুব তৎপর। কোন অবস্থাতেই সীমান্তে চোরাচালান হতে দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com