স্টাফ রিপোর্টার ॥ জঙ্গিবাদ ও সস্ত্রাসে বিরুদ্ধে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা করেছে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার দুপুরে সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাসপাতালের সভাকক্ষে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ নজিবুশ শহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়। এতে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ অরুণ কুমার পাল, ডাঃ আহমেদ সেলিম, ডাঃ গৌতম বরণ মিস্ত্রি, ডাঃ মোঃ আরশেদ আলী, ডাঃ সাজ্জাতুল মামুন, ডাঃ হালিমা নাজনিজ মিলি, মিজানুর রহমান, নজরুল ইসলমা, ওয়াহেদ মিয়া প্রমূখ।