বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি ও পুলিশের উপর হামলা ॥ নব-নির্বাচিত চেয়ারম্যান আশিকসহ ৫৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নবীগঞ্জের বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আশিকসহ ৫৪ জনের নামে আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ।
গত ২৮ মে শনিবার নির্বাচনের দিন সন্ধ্যার পর বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বিজিবি ও পুলিশের প্রহরায় ব্যালট বাক্সসহ অন্যান্য মালামাল নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় বাগাউড়া গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ বাগাউড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দেন যে, বিজিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা আশিক মিয়া চেয়ারম্যানের ভোটের ব্যালট বাক্স ভোট গণনা না করেই ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এ ঘোষণা শুনা মাত্র আশিক মিয়ার কর্মী সমর্থক কাজির বাজারে রাস্তায় গাছ ফেলে ব্যালট বাক্স বহনকারী পুলিশ ও বিজিবির বহরে থাকা ৮টি গাড়ী আটক করে ব্যালট বাক্স আটকানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও বিজিবি বাধা দিলে তাদের উপর আশিক মিয়ার কর্মী সমর্থকরা চড়াও হয়ে হামলা চালায়। এক পর্যায়ে আশিক মিয়ার কর্মী সমর্থকদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ইট পাটকেল নিক্ষেপ করার ফলে পুলিশ ও বিজিবি আত্মরক্ষার্থে প্রায় ২৯ রাউন্ড গুলি ছুড়ে। এতে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ৩ বিজিবি ২পুলিশ সদস্য ও হামলাকারীসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। এ সময় হামলাকারীদের ইট পাটকেল নিক্ষেপের ফলে সরকারী কাজের ব্যবহৃত ৮টি গাড়ীর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস.আই চাঁন মিয়া বাদী হয়ে চেয়ারম্যান আশিক মিয়াকে প্রধান আসামী করে আরো ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩শ জন লোকের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার মামলা নং ২৪ তারিখ ৩০/০৫/২০১৬ইং। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এস.আই নজরুল ইসলাম গত ১৪জুলাই নব-নির্বাচিত চেয়ারম্যান আশিক মিয়াকে প্রধান অভিযুক্ত করে আরো ৫৪জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ আদালতে চার্জশীট দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com