মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না শেখ হাসিনা : ইকোনোমিস্ট

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
  • ৪৭৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদের প্রহসনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইলেও এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বৃটেনের প্রভাবশালী সাময়িকি দ্য ইকোনোমিস্ট। গতকাল শুক্রবার সাময়িকিটির অনলাইনে প্রকাশিত ‘শেখ হাসিনা প্ল্যানস টু হ্যাঙ্গ অন টু অফিস আফটার এ্যান ইলেক্টোরাল ফার্স’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনের শুরুতেই শেখ হাসিনার সমালোচনা করে বলা হয়েছে, এটা বলা মুশকিল যে তিনি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। গত ৬ জানুয়ারি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন আর বলছিলেন, একদিন আগে হয়ে যাওয়া নির্বাচন বর্জন করে বিরোধী দল ভুল করেছে। তারপর নির্বাচনে তার জয়ের বৈধতা নিয়ে সংশয় উড়িয়ে দেন। ইকোনোমিস্টের প্রতিবেদনে শেখ হাসিনা কতোদিন ক্ষমতায় থাকতে পারবেন বিষয়টিকে উপদেষ্ঠামন্ডলীর সূত্রে ‘ট্রিলিয়ন ডলার প্রশ্ন’ আখ্যায়িত করে বলা হয়েছে, শেখ হাসিনা নতুন নির্বাচনের আগে ১ বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে চান। পশ্চিমা বিশ্ব নির্বাচনকে বৈধতা দেয়নি উল্লেখ করে বলা হয়েছে, বিদেশিরা নতুন ভোটের জন্য চাপ দেবে কিন্তু দৃঢ়ভাবে নয়। পশ্চিমা দেশগুলো নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে সদ্য সমাপ্ত নির্বাচনে। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অন্যান্য রাষ্ট্রগুলো মেরুকরণ ও সহিংসতার নির্বাচনে উদ্বিগ্নতা প্রকাশ করেছে। কিন্তু কেউ সরাসরি বলেনি যে শেখ হাসিনা অবৈধ। বিদেশিরা সহযোগিতা (বিশেষ করে শুল্কমুক্ত সুবিধা ইউরোপীয় ইউনিয়নে) বন্ধের হুমকি দিতে পারে। প্রতিবেদনে নির্বাচনে ভোটার উপস্থিতি সম্পর্কে বলা হয়েছে, মোট ভোটের মাত্র একটি ক্ষুদ্র অংশ ভোট দিয়েছে। আর সরকার ৪০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে। কিন্তু অনেকের মতে এর সংখ্যা আরো কম। অনেক কেন্দ্রেই ভোটার প্রায় দেখা যায়নি। তারপরও দিন শেষে সন্দেহজনকভাবে বিপুল ভোট পড়েছে বলে দেখা যায়। সংসদের ৩০০ আসনের মধ্যে শুধুমাত্র ১৫৩টি আসনে নির্বাচন হয়েছে। বাকিগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগ ও তার সঙ্গী দলগুলোর প্রার্থী ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বি ছিল না। শেখ হাসিনা ভারতের সমর্থন পাচ্ছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় প্রতিবেশী ভারত নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছে এবং শেখ হাসিনাকে সমর্থন দেবে বলে জানিয়েছে। ভারতের সাম্প্রতিক পদক্ষেপের কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে ভারত বিএনপির চাইতে শেখ হাসিনাকে বেশি সমর্থন দিচ্ছে। এটা পরিষ্কার যে ভারত বাংলাদেশে জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোকে দুর্বল দেখতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com