স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে গাজাঁসহ ৪ ব্যসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় জানা যায়, উপজেলার চরবাজারে প্রতিদিন একদল গাজাঁ ব্যবসায়ী গাজাঁ বিক্রি ও সেবনকারী নিয়ে আসর বসাত। গত শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ চর বাজারে অভিযান ছালিয়ে ৩০ পুড়িয়া গাজাঁসহ মাদক ব্যবসায়ী জলসুখা ইউনিয়নের দনি আটপাড়া গ্রামের আব্দুল মন্নান মিয়ার পুত্র সেবুল (২৬), আরফান মিয়ার পুত্র সেরুল (২২), পৌর এলাকার ইলামনগর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র রুহেল মিয়া (১৮), চর বাজারের শেখ ফরিদ মিয়ার পুত্র সবুর মিয়া (২৬) কে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।
চর বাজারের ব্যবসায়ীরা জানান, সরকারী খাসঁ ভূমি জবর দখল করে শেখ ফরিদ মিয়া বসত ঘর নির্মান করে প্রতিদিন হাজার হাজার টাকার গাজাঁ বিক্রি ও সেবনকারীদের নিয়ে জমজমাট গাঁজার আসর বসায় বলে অভিযোগ রয়েছে।