শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

মাধবপুরে সফল সবজি চাষী বদু মিয়া আজ স্বাবলম্ভী

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৮৮৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সবজি চাষে স্বাবলম্বী বদু মিয়া। লেখা পড়ায় প্রাইমারি অতিক্রম করতে না পারলেও কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন বদু মিয়া। উপজেলার হরিনখোলা গ্রামের হযরত শাহসুফি আব্দুল হামিদ মুন্সির ছেলে বদু মিয়া সবজির সাথে বিভিন্ন প্রকার ফল চাষ করে আজ উপজেলায় একজন সফল সবজি চাষি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রতি বছরের ন্যায় এবারও বদু মিয়া বিভিন্ন প্রকার সবজির চাষ করেছে। বধু এবছর ২৫ শতক জমিতে হাইব্রিড এফ ১ চিয়া থাই চট্রলা-২ সাদা করলা, দেড় একর জমিতে হাইব্রিড তিল, ২০ শতক জমিতে চিচিংগা, ৪০ শতক ভূমিতে হাইব্রীড কাল লংকা, ৪০ শতক জমিতে ওয়াটার মিলন সুইট ব্লেক-২, ৩০ শতক ভূমিতে এফ-১ হাইব্রীড ওয়াটার মিলন কানিয়া, ৩০ শতক ভূমিতে এফ-১ হাইব্রীড ওয়াটার মিলন রিয়া, ২০ শতক ভূমিতে এফ-১ হাইব্রীড হট পিপার বিন্দু-২ তরমুছ, ২০ শতক ভূমিতে হাইব্রিড ফরচুন শশা, ২০ শতক জমিতে মুগ ডাল চাষ করেছেন। ইতিমধ্যেই বদু মিয়া তার জমি থেকে বিভিন্ন প্রকার ফসল বিক্রয় শুরু করেছেন। বদু মিয়া জানান, ঢাকার ১৪৫ সিদ্দিক বাজার জামালপুর সীড হাউজের জিলিয়ন সীড কোম্পানীর বীজ সংগ্রহ করে বিভিন্ন সবজি ও ফল ফলিয়েছেন। ভাল বীজের কারণে তার ফলনও ভাল হয়েছে। প্রায় ৪ একর ভূমিতে বিভিন্ন ফসল উৎপাদন করতে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হলেও প্রায় ৬ লাখ টাকার মুনাফা আশা করছেন বদু মিয়া। সে আরও জানায়, তাকে অনুরসণ করে এলাকার অনেক বেকার যুবক সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তাদের অনেকেই এখন স্বাবলম্ভী। তাদের একজন মোঃ নাছির উদ্দিন জানান, বদুর কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করে সে কৃষি ক্ষেত্রে বিনিয়োগ করে সফল হয়েছেন। বদু জানান, এককভাবে তার পক্ষে বিশাল প্রকল্প দেখা সম্ভব নয় বিধায় সে যৌথভাবে এসব ভূমি আবাদ করে থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান , অনুকুল আবহাওয়া উপযুক্ত মাটি এবং উপজেলা কৃষি অফিস থেকে চাষীদেরকে ফলন উপযোগী পরামর্শ দেওয়ার কারণে চাষিরা তাদের জমিতে বাম্পার ফলন ফলাতে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com