শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

মাধবপুরে ৭৮৫ ভোট বেশী পেয়ে নৌকা প্রতীক বিজয়ী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিরেন্দ্র লাল সাহার নৌকা প্রতীক ৭৮৫ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ৫ হাজার ৭ শ ৩৩ ভোট। নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯ শ ৪৮ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মাহমুদা বেগম (কাচি-১৭৯৬) তার নিকটতম সাহাবান (আঙ্গুর-১৪৭৪), ২নং ওয়ার্ডে ইশরাত জাহান ডলি (মৌমাচি-২০৭৪), নিকটতম শরিফা বেগম (কাচি-১১৯২), ৩নং ওয়ার্ডে স্বপ্না রানী পাল (মৌমাচি-২৬০৪), নিকটতম অপু রানী পাল (কাচি-৫০৩)। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোঃ রফু মিয়া (পাঞ্জাবি-৫৩৭), তার নিকটতম গোলাপ খাঁন (উটপাখি-৪৮২), ২নং ওয়ার্ডে মোঃ আব্দুল হাকিম (ব্ল্যাকবোড-৩৬৫), নিকটতম লিটন রায় (টেবিল ল্যাম্প-২৪৯), ৩নং ওয়ার্ডে বাবুল হোসেন (উটপাখি-৯৬৯), নিকটতম মোঃ সামসুল আলম (পাঞ্জাবি-৪১৩), ৪নং ওয়ার্ডে আবুল বাশার (পানির বোতল-৪৬০), নিকটতম মোঃ মনিরউদ্দিন পাঠান (পাঞ্জাবি-৪২১), ৫নং মোঃ লাল মিয়া (পানির বোতল-৪৩৮) নিকটতম মুখলেছুর রহমান (উঠপাখি-৩৯৬) ৬নং ওয়ার্ডে বিশ্বজিত চন্দ্র দাস (পাঞ্জাবি-৮৯২) নিকটতম সুরঞ্জন পাল (উটপাখি-৪৩০) ৭নং ওয়ার্ডে অজিত কুমার পাল ( পানির বোতল-৫২৫) নিকটতম সুজিৎ রায় (টেবিল ল্যাম্প-৪৩৯), ৮নং ওয়ার্ডে শ্যামল চন্দ্র ঋষি (পাঞ্জাবি-৪৪৮) তার নিকটতম বিমল চন্দ্র ঋষি (উটপাখি-৩৪৯) ও ৯নং ওয়ার্ডে মোঃ দুলাল খাঁ (পানির বোতল-৫১৪) নিকটতম মোঃ গোলাম নূর (উটপাখি-৪৪৫) বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। রাত সাড়ে আটটায় রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ ফলা ফল ঘোষনা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা শান্তির্পূন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচন চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দুপুরে আচরনবিধি লংঘনের অভিযোগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুজিত রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন রিটানিং অফিসার। ফলাফল প্রত্যাখান করে র্পূন গনণার আবেদন করেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরউদ্দিন পাঠান ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সামসূল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com