রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

বানিয়াচংয়ে ব্র্যাকের কিশোর-কিশোরী ক্লাবের ব্যতিক্রমধর্মী আয়োজন

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ২৮২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে ব্র্যাকের ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে। গতকাল বানিয়াচং ব্র্যাক সদর অফিসের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশ গ্রহনে বর্ণাঢ্য বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা নাচ, গান, খেলাধূলায় মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানটি। বিচারকদের রায়ে আদমখানী কিশোর-কিশোরী ক্লাবের সদস্য রবিন নাচে ১ম, নাঈম খান গানে ১ম এবং দৌড় -লাফে ১ম হয়েছে চতুরঙ্গক্লাবের রিপা আক্তার। বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল হক রতন, বানিয়াচং সাংস্কৃতিক পরিষদের নৃত্য প্রশিক্ষক রোকসানা হক, ডাঃ ইলিয়াছ একাডেমীর সিনিয়র শিক্ষিকা দীপু রানী সরকার, কন্ঠ শিল্পী মোবাশ্বির আহমেদ তান্না, তরুণ কন্ঠ শিল্পী রাজিব ভট্টচার্য্য। ব্র্যাক সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফকরুল আলম ভূইয়া’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিইপি শাখা ব্যবস্থাপক মোঃ তোফায়েল আহমেদ, মোঃ মঈনুল হক, কর্মসূচী সংগঠক মাসুদা আক্তার, মৃনাল কান্তি। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন বিইপি সেক্টর স্পেশালিস্ট মোঃ মোস্তফা কবির। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে যেন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এ বিষয়ে তাদেরকে উৎসাহ যোগাতে মূলত এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে বলে আয়োজকরা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com