শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জে এক রাতে পৃথক বাসায় ডাকাতি কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ৪২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌর এলাকার কয়েকটি বাসা/বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি সংগঠিত ও একাধিক বাড়িতে চেষ্টা করেছে ডাকাত দল। রাত সাড়ে তিনটায় শহরতলীর চরগাঁওর আতাউর রহমানের বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণসহ কয়েক লক্ষ টাকার মাল লুট নিয়ে যায় চুরের দল। একই রাতে শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল রোডের সিঙ্গারের শো-রুম থেকে নগদ টাকা, কয়েকটি টিভি, ফ্রিজ ও এসিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়। পরে পৌর এলাকার আক্রমপুর, সবুজবাগসহ বিভিন্ন বাসা/বাড়িতে হানা দিয়ে ডাকাতির চেষ্টা করলে লোকজনের উপস্থিতি আঁচ করতে পেরে হুমকি দামকি দিয়ে পালিয়ে যায় ডাকাত দল। একই রাতে নবীগঞ্জ থানা কমপ্লেক্স থেকে প্রায় ৫’শ মিটার দূরে চুরি, ডাকাতি ও ডাকাতির চেষ্টার খবরে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে ডাকাত আতংক বিরাজ করছে। শহরের প্রতিরাতে পুলিশের ২টি টহল বাহিনী থাকার পরও এ ডাকাতির ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের আতাউর রহমানের বাড়িতে রাত প্রায় সাড়ে ৩টার দিকে রান্না ঘরের স্টিলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকা, মোবাইল ও দেড় ভড়ি স্বর্ণসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় চুরের দল। ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে পরির্দশন করেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক আতাউর রহমান। এর আগে রাত অনুমান ৩টার দিকে শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল সড়কের সিঙ্গারের শো-রুমে হানা দিয়ে ১০টি এলইডি টিভি, ফ্রিজ, এসিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে একদল লোক পালিয়ে যায়। এ সময় দোকানে কেউ ছিলনা বলে জানিয়েছেন সিঙ্গারের মালিক মুরাদ চৌধুরী। অপর দিকে শহরের জিডি এন্টারপ্রাইজের মালিক গনেশ বাবুর আক্রমপুরস্থ বাসায় একদল ডাকাত হানা দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করলে ঘরের লোকজন ডাকাত প্রবেশের বিষয়টি আঁচ করতে পারলে ডাকাতরা গুলি করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। একই রাতে পৌর এলাকার সবুজবাগ রমা বাবু, আশুষ বাবুর বাসাসহ আরো বিভিন্ন বাসায় ডাকাতের হানার খবর পাওয়া গেছে।
এক রাতে পৌর এলাকায় একাধিক বাসা বাড়িতে ডাকাতি ও ডাকাতের হানার খবরে স্থানীয়দের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। এসব ডাকাতির ঘটনায় পুলিশের ভ‚মিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও সম্প্রতি, উপজেলার সর্বত্র গ্রামে গঞ্জে ঘনঘন চুরি, ডাকাতি, রক্তক্ষয়ী সংঘর্ষ, খুন, জুয়া, মাদকসেবন ও বিক্রি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com