বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

তরফদার মুহম্মদ ইসমাইল স্মরণে হবিগঞ্জ পৌরসভার শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৪৩৭ বা পড়া হয়েছে

প্রখ্যাত লোক গবেষক ও সাংস্কৃতিক সংগঠক মরহুম তরফদার মুহম্মদ ইসমাইলের স্মরনে হবিগঞ্জ পৌরসভা নাগরিক শোকসভা করেছে। গতকাল  বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরভবন সভাকক্ষে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। প্রধান অতিথি বলেন মরহুম তরফদার মুহম্মদ ইসমাইলের মতো একজন গুনী মানুষের স্মৃতি মানুষের মনে জাগ্রত থাকবে। তাঁর স্মৃতি সংরক্ষনের জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন তরফদার মুহম্মদ ইসমাইল ছিলেন হবিগঞ্জ পৌরসভার একজন অভিভবকের মতো। তার মৃত্যু যে শুন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরন হবার নয়। শোকসভায় বক্তব্য রাখেন প্রফেসর নিখিল চন্দ্র ভট্টাচার্য্য, প্রফেসর মোঃ আব্দুল্লাহ, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, এডভোকেট মোঃ খালেকুজ্জামান, জাহান-আরা-আফছর, তাহমিনা বেগম গিনি, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তাফা রফিক, শফিকুর রহমান ফারছু, আলাউদ্দিন আহমেদ, এম.এ.রব, ইসলাম তরফদার তনু, রুমা মোদক, গৌতম কুমার রায়, শফিকুর রহমান চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, শাহ আলম চৌধুরী মিন্টু, পারভেজ চৌধুরী, বিজন বিহারী দাস, মর্তুজা ইমতিয়াজ, এডভোকেট বজলুর রহমান, অপু চৌধুরী, আজিজুর রহমান কাজল, এডভোকেট মোঃ আজিজুর রহমান ও মাহবুবুর রহমান আওয়াল। বক্তারা তরফদার মুহম্মদ ইসমাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার গবেষনা, কর্ম ও স্মৃতি নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com