এম এ আই সজিব ॥ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও দুই মোটর সাইকেল চোরকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই আব্দুল করিম হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের চিড়িয়াখানা রোডে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। গত বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে চট্টগ্রাম যান। শুক্রবার সকালে বাসার অন্যান্য ভাড়াটে মারফত এসআই আব্দুল করিম জানতে পারেন রাতে বাসার কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে কে কারা তার ডিসকভার মোটর সাইকেল (নং-সিলেট ল ১১-৩৭৫৫) চুরি করে নিয়ে গেছে। কাজ সেরে গত শনিবার তিনি তার বর্মস্থলে ফিরে এসে মোটর সাইকেল চুরি যাবার ঘটনাটি তিনি তার উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। এর পর পুলিশ চোরাই মোটর সাইকেল উদ্ধার ও মোটর সাইকেল চোর গ্রেফতারে অভিযান চালায়। ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেল কলনী থেকে আব্দুল কাদির (২৯) নামে এক যুবককে আটক করে। তার বাড়ি শহরতলীর সুলতান মামদপুর গ্রামে। সে শহরের আলোচিত অর্ঘ অপহরণ মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে শায়েস্তাগঞ্জ রেল কলনীতে বসবাস করতে থাকে। পুলিশ কাদিরের ঘর থেকে মোটর সাইকেলের একটি মাস্টার চাবি, ৩টি মোবাইল ও তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত বিভিন্ন সরজ্ঞামাদী উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে কাদিরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের মুখলেছ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মুখলেছের ঘর থেকে এসআই করিমের চুরি যাওয়া মোটর সাইকেল, একটি হিরো স্প্যালন্ডার (নং ঢাকা মেট্টো হ ৪০-০৪৮০) ও একটি নম্বর বিহীন কালো ডিসকভারী মোটর সাইকেল উদ্ধার করে। এ সময় আব্দুস শহীদ (২২) নামে এক যুবককে আটক করা হয়। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দুআমিয়া গ্রামের শামসু মিয়ার পুত্র। এছাড়া পুলিশ চেক পোষ্ট বসিয়ে ১৫টি মোটর সাইকেল আটক করে। এর মধ্যে নাম্বার বিহীন ১০টি এবং কাগজপত্রে সন্দেহজনক ৫টি মোটর সাইকেল রয়েছে।
মোটর সাইকেল চুরির ঘটনায় ডিবির এসআই আব্দুল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।