শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে কুশিয়ারা ডাইকে রাত জেগে পাহারা

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গত তিন দিনের ভারি বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী নতুন নতুন এলাকা উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম, কসবা, চরগাঁও, উমরপুর, গালিমপুর, মাধবপুর, কুমারকাঁদা (একাংশ), আহম্মদপুর, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁও, রাধাপুর প্রাইমারী স্কুলসহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে কয়েক শতাধিক পরিবার পানি বন্দি হয়ে প্লাবিত হয়েছে। কুশিয়ারা ডাইকের অবস্থা ঝুকিঁ পূর্ণ রয়েছে বলে স্থানীয় ভাবে জানা গেছে। স্থানীয় লোকজন ডাইকের পাড়ে রাত জেগে পাহাড়া দিচ্ছেন। উক্ত ডাইক ভেঙ্গে গেলে নবীগঞ্জে ব্যাপক বন্যার আশংকা রয়েছে। বাড়ি-ঘরে ও অনেকের বাড়ির আঙ্গিনায় পানি উঠায় মানবেতর জীবন যাপন করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তলিয়ে গেছে প্রায় কয়েক শত একর জমি। অপর দিকে অনেক লোকদের বেশ ক’য়েকটি মৎস্য খামার ফের পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন অনেক মৎস্য খামারী। এ ছাড়া কুশিয়ারা ডাইকের উপর পানি চৈ চৈ করছে। রাধাপুর নানু মিয়ার বাড়ির নিকটে ডাইকে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। অপর দিকে ধানুয়ার ডালায় ও ফাটল দেখা দিয়েছে। এ সব ডালায় ভাংঙ্গন ঠেকাতে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এর কিছু দিন পুর্বে উপজেলা পরিষদের উদ্যোগে বালু বর্তি বস্তা দিয়ে ডাইক মেরামত করলেও দু’দিনের ভারি বর্ষনের ফলে আবারো হুমকির মুখে পড়েছে কুশিয়াারা ডাইক। যে কোন মুহুর্তে ওই ডাইক ভেঙ্গে যেতে পারে বলে ইউপি মেম্বার ফখরু মিয়া এ প্রতিনিধিকে জানিয়েছেন। ওই ডাইক দুটির মধ্যে যে কোন একটি ভেঙ্গে গেলে নবীগঞ্জের কয়েক’টি ইউনিয়ন প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে আশংখ্যা করছেন এলাকাবাসী। এ ছাড়াও ডাইকে ফাটল দেখার কারনে আতংকে রয়েছেন। ওই এলাকার লোকজনসহ নবীগঞ্জের কয়েকটি ইউনিযনের মানুষ। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে কুশিয়ারা নদীর ওই ডাইকের মেরামত করে অকাল বন্যার হাত থেকে নবীগঞ্জবাসীকে রক্ষা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ছাড়া গত ক’দিন ধরে টানা বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসায় কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছিল। ইতিমধ্যে উল্লেখিত গ্রামের সিংহ ভাগ লোকদের বাড়িঘরে ও আঙ্গিনায় পানি উঠায় বন্দি জীবন যাপন করছেন অনেক লোকজন। ঘর থেকে বের হতে হলেই কলাগাছের ভেলা, নৌকা বা বাশেঁর সাকোঁ ব্যবহার করতে হয়। গৃহিনীরা থালাবাসন ধৌত করার কাজ বারান্দায় বসেই সম্পন্ন করতে দেখা যাচ্ছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের দূর্বিষ জীবন যাপন করতে হয়। নদীর তীরবর্তী গ্রাম ও বাড়িঘর হওয়ার কারনে এ দূর্ভোগের শিকার হন। অনেক পরিবারের লোকজন হাটুঁ পানিতে ভিজে ঘরে আসা যাওয়া করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ ফখরু মিয়া জানান, প্রতি বছরই নদী ভাঙ্গনের শিকার হয়ে শত শত পরিবার নিঃস্ব হচ্ছে। বর্ষা মৌসুমে মানুষের দূর্ভোগের অন্ত নেই। কুশিয়ারা নদীর পানি উপচে নদীর তীরবর্তী গ্রামের বাড়িঘরে ও আঙ্গিনায় পানি উঠে অকাল বন্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া ও এশিয়ার র্সববৃহৎ গ্যাস কুপ বিবিয়ানা ও বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট রয়েছে এর নিকট বর্তী। এর পার্শ্ববর্তী গ্রামগুলোর লোকজনও পানি বন্দি অবস্থায় রয়েছে গত ক’দিন ধরে। প্রতিদিনই পানি বাড়ছে এবং নতুন নতুন বাড়িঘর প্লাবিত হচ্ছে। মানুষের দূর্ভোগ ও কষ্টের শেষ নেই। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা রয়েছে বিপাকে। ইতিপুর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রাম গুলোর লোকজন পানি বন্দি অবস্থার খবর পেয়ে সরজমিনে গিয়ে পানি বন্দি লোকজনদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন ও পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com