বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজ মাকালকান্দি গণহত্যা দিবস ॥ স্বাধীনতার ৪৫ বছরেও মিলেনি ৭৮ শহীদ পরিবারের মুক্তিযোদ্ধার স্বীকৃতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৮ আগষ্ট মাকালকান্দি গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই দিনে পাক হানাদাররা স্থানীয় রাজাকারদের সহযোগীতায় শতাধিক নারী-পুরুষকে হত্যা করে। নরপশুদের ভয়াল থাবা থেকে বাদ যায়নি কোমলমতি শিশুটিও। দিবসটিকে ঘিরে স্থানীয় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহন করে থাকে। তবে স্বাধীনতার ৪৫ বছরেও যেমনি করে এ শহীদদের দেওয়া হয়নি মুক্তিযোদ্ধার মর্যাদা ও তাদের পরিবারকে দেওয়া হয়নি মুক্তিযোদ্ধা পরিবারের স্বীকৃতি তেমনি করা হয়নি অবকাঠামো উন্নয়ন, দেওয়া হয়নি শিক্ষার সুষ্ঠো পরিবেশ। সৈয়দ ফজলুল হক মোতাওয়াল্লীর নেতৃত্বে বানিয়াচংয়ে রাজাকার বাহিনী গড়ে উঠে ১৯৭১ সালে। গৃণ্য ও জঘন্যতম দেশদ্রোহী স্থানীয় রাজাকারদের সাথে হবিগঞ্জ সার্কিট হাউজে ১৫ আগষ্ট পাকহানাদার সেনা কর্মকর্তারা বৈঠক করে বানিয়াচং মাকালকান্দি হিন্দু অধ্যুষিত গ্রামে আক্রমন করার সিদ্ধান্ত নেয়। ১৯৭১ সালের ১৮ আগষ্ট বুধবার ভোরে অর্ধশতাধিক নৌকা নিয়ে রওয়ানা দেয় হানাদার বাহিনী। বানিয়াচং থেকে স্থানীয় রাজাকাররা তাদের সাথে যোগ দেয়। আনুমানিক সকাল ৮ ঘটিকায় ঘাতকরা পৌছায় দূর্গম ও তৎকালীন ধনসম্পদ ভরপুর মাকাল কান্দি গ্রামে। তখন গ্রামবাসী চন্ডি মন্দিরে মনষা পুজা করছিলেন। কোন কিছু বুঝার আগেই পূজায় মগ্ন নিরীহ নরনারীদের উপর ঝাপিয়ে পরে নরপশুর দল। চালানো হয় মুহুর্মুহু গুলি। শুধু তাই নয় কাতার করে দাড় করে নিরীহ গ্রামবাসীর উপর করা হয় ব্রাশফায়ার। হানাদারদের আক্রমনে কেঁদে উঠে আকাশ-বাতাস। কাতারে কাতারে দাঁড় করিয়ে শতাধিক নারী পুরুষকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তবে ৭৮ জনের নাম পরিচয় পাওয়া যায়। নরপশুরা মিনতী রানী পাল নামের এক পূজারীর কোল থেকে তার ৩ বছরের শিশু সন্তানকে নিয়ে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দেয়। রাজাকারদের সহযোগীতায় হানাদাররা সেদিন চালায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। যারা নৌকা দিয়ে পালাতে পেরেছিলেন তারা প্রাণে বেঁচে যান। কেউ কেউ ঝুপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে প্রাণ রক্ষা করেন। হানাদাররা গণহত্যা করেই কান্ত হয়নি, বাড়ি-ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়। এ সুযোগে স্থানীয় রাজাকাররা চালায় ব্যাপক লুটপাট। আতংক কেটে যাওয়ার পর নিহতের স্বজনরা বাড়িতে আসার পূর্বেই শতাধিক লাশ নদীতে পঁচে ভেসে উঠে। ফলে পঁচা দূগন্ধের কারনে নিহতের স্বজনরা লাশগুলো সৎকার না করে পাশের নদীতে ভাসিয়ে দেন। কথা হয় এ গ্রামের হরিপদ চৌধুরীর সাথে। তিনি বলেন, ঐ দিন তার মা, বাবা, ভাই বোনসহ ৭ জনকে পৈশাচিকভাবে গুলি করে হত্যা করা হয়। কৃপেশ চৌধুরী গোপালের সাথে কথা বললে তিনি বলেন, সেদিন আমার বয়স ছিল ৫ বছর। নরপিচাশরা আমার মা, বাবা, ভাই-বোনসহ আমার পরিবারের ৯ সদস্যকে হত্যা করে। নিহতদের আত্মীয়রা আক্ষেপ, স্বাধীনতার ৪৫ বছর পরও শহীদ পরিবারকে মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। গ্রামের রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, বিদ্যুতায়ন করা হয়নি। করা হয়নি সুষ্ঠু শিক্ষার পরিবেশ। এ গ্রামের যুবক প্রদীপ দাশ জানান, ২০০৮ সালের ১৮ আগষ্ট তৎকালীন ইউএনও মোঃ নুরে আলম সিদ্দিকীর প্রচেষ্টায় গ্রামে স্থাপিত হয় একটি স্মৃতিসৌধ। এ স্মৃতিসৌধে গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবছর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। হানাদার বাহিনীর নির্মমতায় শহীদদের মধ্যে যাদের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ক্ষীরেন্দ্র চৌধুরী, কর্ণমোহন চৌধুরী, কুপেন্দ্র চৌধুরী, কানু চৌধুরী, গীরেন্দ্র চৌধুরী, ধীরেন্দ্র চৌধুরী, নকুল দাশ, প্রমোদ চৌধুরী, অন্নদা চৌধুরী, মিরালাল চৌধুরী, জহর লাল দাশ, গুনেন্দ্র দাশ, হরেন্দ্র চৌধুরী, গুরুচরন  চৌধুরী, রীবন্দ্র চৌধুরী, ফনিলাল দাশ, ইন্দ্রলাল দাশ, সরিন্দ্র দাশ, সুর মণি দাশ, অভিনয় চৌধুরী, গিরিষ চৌধুরী, জ্যোতিষ চৌধুরী, খোকা চৌধুরী, কুমেদ চৌধুরী, নুপেন্দ্র দাশ, লবুরাম দাশ, তরুণী দাশ, দীনেশ দাশ, ঠাকুর চান দাশ, মনোরঞ্জন দাশ, কতন দাশ, সদয় চান দাশ, কুমোদিনী চৌধুরী, সরলাবালা চৌধুরী, ছানুবালা চৌধুরী, মিনুবালা চৌধুরী, তমালরাণী চৌধুরী, সুশীলা সুন্দরী চৌধুরী, নিত্তময়ী চৌধুরী, মুক্তলতা চৌধুরী, স্বপ্নারাণী চৌধুরী, ললিতা রাণী চৌধুরী, মিলু রাণী চৌধুরী, পিলু রাণী চৌধুরী, উজ্জল রাণী দাশ, সত্যময়ী দাশ, উন্মাদিনী দাশ, হেমালতা দাশ, সুচিত্রা বালা দাশ, ব্রম্মময়ী দাশ, শুসীলা বালা দাশ, চিত্রাঙ্গ দাশ, পিবদনাসিনী চৌধুরী, সোহাগী বালা দাশ, শৈলজবালা দাস, শোভা রাণী বালা দাশ, অঞ্জুরাণী দাশ, মরীরাণী দাশ, লক্ষীরাণী দাশ, সোমেশ্বরী দাশ, চিত্রময়ী চৌধুরী, শ্যামলা চৌধুরী, তরঙ্গময়ী চৌধুরী, সরুজনী চৌধুরী ও সরস্বতী চৌধুরী। আর এ বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বানিয়াচংয়ের রাজাকাররা ৭১ সালের ১৮ আগষ্টের পর নৌকা বুঝাই করে নরনারী শুণ্য মাকালকান্দি গ্রাম থেকে সপ্তাহব্যাপী চাউল, ধান, কাপড়, চোপড়, সোনাদানা, খাট, পালং, চেয়ার-টেবিল, কাঁথা-বালিশ লুট করতে থাকে। কেউ কেউ লুট আনতে গিয়ে মুক্তিযোদ্ধাদের গুলিতে নিহত হয়। ৪৫ বছর পরও যেমনি করে পায়নি শহীদ পরিবারের স্বীকৃতি তেমনি হয়নি ঐ সময়কার যুদ্ধাপরাধিদের বিচার। এ গ্রামে এখনও বিদ্যুৎ যায়নি। নেই কোন ভাল শিক্ষা প্রতিষ্ঠান। চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র গ্রাম্য হাতুরী ডাক্তার। পরিশেষে বলতে হয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা কি একটি বার চোখ রাখতে পারেনা না নিরীহ, নিপেরিত মাকালকান্দি গ্রামবাসীর দিকে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com