সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

কারাগারে গউছের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৭২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারা অভ্যন্তরে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কারাগারে আটক একাধিক হত্যা মামলার আসামী ইলিয়াছ নামে এক যুবক ধারালো একটি দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে উভয় দলই কর্মসূচি পালন করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় চার্জশীটভূক্ত আসামী হিসেবে জি কে গউছ হবিগঞ্জ কারাগারে আটক রয়েছেন। হমলাকারী ইলিয়াছ মিয়া ওরপে ছোটন হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের কনা মিয়ার ছেলে। ঘটনার পর গুরুতর অবস্থায় গউছকে ঢাকা বঙ্গবন্বধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ কারাগারের জেলার শামীম ইকবাল বাদী হয়ে ইলিয়াছকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে সৃষ্টি ঘটনা তদন্তে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Gaus (4) copyযেভাবে হামলা ঃ কারাগার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ঈদের দিন শনিবার সকাল ৯টার দিকে মেয়র আলহাজ্ব জি কে গউছ কারাগারের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজ কক্ষে ফেরার সময় হামলার স্বীকার হন গউছ। বালতির লোহার হাতল দিয়ে পিছন দিকে জিকে গউছের পিটে ঘাই মারে ইলিয়াছ। বালতির হাতলটি আগে থেকে এটিকে ধার দিয়ে রেখেছিল ইলিয়াছ। এতে গউছ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। সাথে সাথে কারারক্ষীরা উদ্ধার করে গউছকে জেল সুপারের অফিস কক্ষে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে জেলখানার চিকিৎসক ডাঃ দেবাশীষ দাস ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কনসালটেন্ট ডাঃ প্রদীপ কুমার দাশ ও অরুন কুমার পাল জেলখানায় যান। পরে ৩ জন চিকিৎসক একমত হয়ে উন্নত চিকিৎসার জন্য জিকে গউছকে ঢাকা প্রেরণের সিদ্ধান্ত নেন।
এদিকে জেলখানায় গউছের উপর খবর শহরে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ শত শত লোকজন কারাফটকে গিয়ে জড়ো হয়। বিক্ষোভ করতে থাকে দলীয় নেতাকর্মীরা। এ সময় ধুলিয়াখালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় গউছকে হত্যার চেষ্টার প্রতিবাদে পরদিন রবিবার হবিগঞ্জ হরতাল কর্মসুচি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ডাক্তারদের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৩টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিকে গউছকে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চিকিৎসার জন্য ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১ দিন সেখানে চিকিৎসা শেষে কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে স্থানান্তর কর হয়।
জিকে গউছ যা বললেন ঃ এ ঘটনায় জিকে গউছ বলেছেন “আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে Gaus (3)হামলা করা হয়েছে। আমি একটি মিথ্যা মামলায় কারাগারে আটক রয়েছি। কিন্তু এতেই তারা ক্ষান্ত হয়নি। তারা বুঝতে পারছে ওই মামলায় আমার কিছু হবে না। তাই এখন হত্যা করার চেষ্টা করছে। এর অংশ হিসেবেই এ হামলার ঘটনা। আমি হবিগঞ্জবাসীর কাছে এর বিচার চাই। হবিগঞ্জ কারাগারের ভিতরে সন্ত্রাসী হামলায় আহত অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ঃ হবিগঞ্জ সদর মডেল তানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, হামলার ঘটনায় হকিগঞ্জ সদর তানায় একটি মামলা হযেছে। জেলার শামীম ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এসআই সানাউল্লাহকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, হামলাকারী ইলিয়াছের নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে ইলিয়াছকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে।
তদন্ত কমিটি গঠন ঃ এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এডিএম (ভারপ্রাপ্ত) মোঃ সফিউল আলমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যগণ হলেন-জেল সুপার গিয়াস উদ্দিন, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, এনএসআই সহকারী পরিচালক শাহ আলম ও জেলের চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে মতামত ও সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের সময় বেধে দেয়া হয়।
বিভাগীয় মামলা ঃ হবিগঞ্জ জেলা কারাগারের ভিতরে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। শনিবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে সুবেদার তাজ উদ্দিনসহ একজন হাবিলদার ও দু’জন কারারক্ষীকে আসামী করে এ মামলা করা হয়।
ইলিয়াছের বিরুদ্ধে মামলা ঃ এ ঘটনায় জেলার শামীম ইকবাল বাদী হয়ে ইলিয়াছের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে ইলিয়াছকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ থানার এসআই সানাউল্লাহ ৭দিনের রিমান্ডের আবেদন করেছেন আদালতে। রিমান্ডের ব্যাপারে আজ বুধবার শুনানীর কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com