বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের বাহুবলে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী আব্দুল মজিদকে সংবর্ধনা মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ভূমি মেলার সমাপনী সভায় ইউএনও ॥ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আধুনিক ভূমি সেবা নবীগঞ্জে প্রথমবারের মতো শুরু ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে জেলা প্রশাসক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জয়িতাদের খোঁজে বের করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৩ উদযাপিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীষর্ক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচ জন জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দীলিপ কুমার বনিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা বেগম, সমাজ সেবিকা তাহমিনা বেগম গিনি, জাহানারা আফসার, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা বেগম, লুৎফুন্নাহার স্মৃতি এবং জয়িতাদের পক্ষে ডাঃ মোতাহ আরা বেগম। উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে ৫জন নির্বাচিত জয়িতা হচ্ছেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী লাখাইয়ের নার্গিছ জাহান, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হবিগঞ্জ সদরের ডাঃ মোতাহ আরা বেগম, সফল জননী হিসাবে সাফল্য অর্জনকারী নারী বাহুবলের রহিমা আক্তার জুয়েল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী চুনারুঘাটের পুষ্প রানী বৈদ্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নবীগঞ্জের মরিয়ম বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন-মহিয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারীরা আজ সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখছেন। বেগম রোকেয়ার নারী জাগরণের স্বপ্ন আজ সফল হতে চলছে। তিনি বলেন-সমাজে অনেক বাঁধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও যে সব নারী সামজে প্রতিষ্টিত এবং স্বাবলম্বি হতে পেরেছেন তারাই হচ্ছে জয়িতা। দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য জয়িতা রয়েছেন, তাদেরকেও খোঁজে বের করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com