প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী সরকারের উন্নয়ন কাজে অংশ হিসেবে এলজিএসপি প্রোগ্রামে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি সরকারী সফরে সিঙ্গাপুর ও ফিলিপাইন সফরে মনোনীত হন। তিনি গতকাল শুক্রবার রাত ১১.৫৫ মিনিটে একটি বিমানে সিঙ্গাপুর ও ফিলিপাইন সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। সময় সল্পতার কারনে তিনি অনেকের সাথে দেখা করতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সফলভাবে প্রোগ্রাম শেষ করে দেশে ফেরার জন্য ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, পইল ইউনিয়ন সৃষ্টির পর এই প্রথম কোন চেয়ারমান সরকারী সফরে বিদেশ গেছেন।
এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবিএম আরশাদ হোসেনের নেতৃত্বে সরকারী অফিসারসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।