লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনের কিংক্রসস্থ ইউরো তান্দুরি রেস্টুরেন্টে চুনারুঘাট ইউ,কের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি গাজিউর রহমান গাজি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতির সম্মানিত সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, ব্যারিস্টার মাহমুদুল হক, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, এডভোকেট মমিন আলী, ওমর ফারুক আন্সারী সাবেক মেয়র কেমডেন বারা লন্ডন।
জালাল আহমেদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তাগন পবিত্র রামাদ্বানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। পবিত্র রামাদ্বান যেন সবার জিবনে সুখ শান্তি বয়ে আনে সেটাই কামনা করেন। পবিত্র রামাদ্বান মাসে বিশ্বের গরীব দুখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে তাৎক্ষণিক ভাবে হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চক্ষু শিবিরের জন্য নগদ ৬০০ পাউন্ড সংগ্রহ করা হয়। এবং সেই টাকা চুনারুঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে হবিগঞ্জ ওয়েল ফেয়ারের সভাপতি এম এ আজিজের হাতে হস্তান্তর করা হয়। এবং চুনারুঘাট এসোসিয়েশনের উদ্যোগে আগামী নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে একটি চক্ষু শিবির করার জন্য সিদ্বান্ত নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন- মোঃ গিয়াস উদ্দীন, মাসুক আহমেদ, এ আর চৌধুরী, কাজী তাজ উদ্দীন আকমাল, আমিনুর রশীদ (সিলফু), এম এ আলমগির, কে রশীদ, এম রাসেল, নজরুল ইসলাম, মোজাম্মেল হুসাইন, আমিনুর রশীদ, এম আর আয়ুব আলি, এম ডি আব্দুস সালাম, এম ডি সজল মিয়া, সামছুদ্দিন আহমেদ, দুলাল মিয়া, ঝিনুমিয়া সহ আর ও অনেকই। এবং সব শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়। লন্ডনে সফররত হবিগঞ্জ ক্যডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সুলাইমান খাঁন রাব্বানী এতে দোয়া পরিবেশন করেন।