বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

খোলা মাঠে চলছে শিক্ষা কার্যক্রম বৃষ্টি হলে স্কুলে আসতে মানা ॥ আসলেও ছুটি

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হারুনী সরকারী প্রথমিক বিদ্যালয়। ক্লাস রুম না থাকায় বাহিরে বসে দুই শিপটে পাঠদান করা হয়। ঝড় বৃষ্টি হলে আসতে মানা কিংবা আসলেও ছুটি। অন্যদিকে প্রচন্ড গরম পড়ায় গাছের ছায়ার নিচে বসার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে চলে হুড়োহুড়ি। অনেক সময় এ নিয়ে ঝগড়াও হয় তাদের মধ্যে। শুধু এই স্কুলটিই নয়, জেলার প্রায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয় গুলোর এই চিত্র। এসব স্কুলের ভবনে ফাটল ও নির্মাণজনিত ক্রটি দেখা দেওয়ায় এবং সময়মতো সংস্কার না করায় ইতিমধ্যে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ায় এমন পরিস্থিতিতে আগামী পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক এবং অভিভাবকগণ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৮টি উপজেলায় ১ হাজার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে জড়াজীর্ন ও ঝুঁকিপূর্ণ রয়েছে ১৫৮টি। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১০টি, নবীগঞ্জ উপজেলায় ১২টি, চুনারুঘাট উপজেলায় ৩৭টি, মাধবপুর উপজেলায় ৩৪টি, বানিয়াচং উপজেলায় ১৮টি, লাখাই উপজেলায় ১১টি, বাহুবল উপজেলায় ২৬টি এবং আজমিরীগঞ্জ উপজেলায় ১০টি। এর মধ্যে বিভিন্ন কারণে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রায় শতাধিক ভবন। এর ফলে শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থায় পাঠদান করতে হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন।
অনেক স্কুলে ছাত্র-ছাত্রীদের খোলা মাঠে কিংবা বারান্দায় বসে ক্লাস করতে দেখা গেছে। এখন প্রচন্ড গরম হওয়ায় বাহিরে ক্লাস করতে সমস্যা হচ্ছে কোমলমতি ছাত্র ছাত্রীদের। এখন যেমন প্রচন্ড গরম পড়েছে তেমনি ঝড় বৃষ্টির দিন থাকায় বিপাকে পড়েছেন শিক্ষকরা। বৃষ্টির সময় ক্লাস নিতে না পেরে বাধ্য হয়েই ছুটি দিতে হচ্ছে। ফলে কোমলমতি ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
বাহুবল উপজেলার আব্দাপটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুন জানান, ২০১৩ সালে আমাদের স্কুলের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও এখন পর্যন্ত মেরামতের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ছাত্র ছাত্রীদের পড়ালেখা করাতে হয়। অনেক সময় বৃষ্টি আসলেই ছুটি দিতে হয়।
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুন্নাহার জানান, ঝড় আসলে যেকোনও সময় ভবন ভেঙে আমাদের উপর পড়তে পারে এমন আশঙ্কা নিয়েই পাঠদান করতে হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাত হোসেন জানান, পরিত্যক্ত ভবন সংস্কার ও পুননির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ১৫৮টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ১৪টি বিদ্যালয় সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে। যা এলজিইডি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে অন্যগুলোও সংস্কার করা হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com