সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

বিএনপি-বিকল্পধারা-গণফোরাম এলডিপির তফসিল প্রত্যাখ্যান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ৩৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ নির্বাচন কমিশন ঘোষিত দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে ১৮ দলীয় জোট, বিকল্পধারা, গণফোরাম, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ।
তফসিলকে প্রহসনমূলক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১৮ দলীয় জোটকে বাদ দিয়ে প্রহসনের নির্বাচনের আয়োজন করা হয়েছে। প্রধান দুই দলের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখার জন্য নির্বাচনের কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া ঘোষিত তফসিলকে একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
একইভাবে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনও তফসিল প্রত্যাখ্যান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com