বুধবার, ২১ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে এফআইভিডিবি’র খামকেয়ালিপনা দুই শতাধিক শিশুর ভবিষ্যৎ অন্ধকারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৮৩১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের অবহেলিত একটি জনপদের নাম সরদারপুর। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সব দিক থেকে পিছিয়ে রয়েছে গ্রামটি। কয়েক হাজার লোকের বসবাস ওই গ্রামে। এলাকায় শিক্ষা বিস্তারে নেই কোন প্রাথমিক বিদ্যালয়। প্রাইমারী স্কুলে গমনোপযোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা হবে কমপক্ষে ৫ শতাধিক। একটি বিদ্যালয়ের অভাবে অকালে ঝড়ে যাচ্ছে তাদের শিক্ষা জীবন। ২০১১ সালে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ওই গ্রামের শিক্ষানুরাগী মোঃ মতিউর রহমান বিদ্যালয়ের জন্য ১৫ শতক ভুমি দান করেন এফআইভিডিবি নামের একটি সংস্থাকে। ওই সংস্থার সহযোগিতায় নেদারল্যান্ড সরকারের দেয়া প্রায় ১০ লাখ ৬৯ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে গড়ে তোলেন সরদারপুর প্রাথমিক বিদ্যালয়। ১টি অফিস কক্ষসহ ৪ কক্ষ বিশিষ্ট ওই স্কুলটি নির্মাণের ফলে ওই এলাকার কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী লেখা পড়া করার সুযোগ পায়। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৭০ জন। শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত রয়েছে ক্লাস। ৪ জন শিক্ষক কর্মরত। যার সার্বিক দায়িত্বে রয়েছেন গ্রামবাসী। সুন্দর মনোরম পরিবেশে স্কুলটি শুরু থেকেই ভাল চলছিল। কিন্তু প্রায় ২ বছর ধরে এফআইভিডিবি এই স্কুলের হাল ছেড়ে তাদের দায়িত্ব গুটিয়ে নেয়। এ যাবৎ কোন খবরও নেয় না এফ,আই,ভি,ডি,বি কর্তৃপক্ষ। গ্রামবাসীর সাথে তাদের চুক্তি নামায় উল্লেখ রয়েছে ওই স্কুলটি পরিচালনা করতে এফআইভিডিবি ব্যর্থ হলে গ্রামবাসীর অনুকুলে ভুমিসহ স্কুলটি ফেরৎ দিবে। এবং গ্রামবাসী চাইলে সরকার বা অন্য কোন সংস্থা দিয়ে স্কুল পরিচালনা করতে পারবে। কিন্তু দীর্ঘ দু’ বছর যাবৎ ওই সংস্থাটি শিক্ষকদের বেতন-ভাতা এমনকি কোন প্রকার সহযোগিতা না করায় শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় গ্রামবাসী চাঁদা তুলে শিক্ষকদের যৎ সামান্য ভাতা দিয়ে কোন রকমে স্কুলটি ধরে রেখেছেন। স্কুলের প্রধান শিক্ষিকা শাবানা আক্তার জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উপকরণসহ শিক্ষকদের বেতন দেয়ার কথা এফআইভিডিবি সংস্থার। প্রথম দিকে বেতন ভাতা দিলেও প্রায় দু’বছর যাবৎ সংস্থার কোন কর্মকর্তা বেতন ভাতা দেয়া দূরের কথা স্কুলেই আসছেন না। মাঝে মধ্যে ফোনে যোগাযোগ করলে তারা গ্রামবাসীর অনুকুলে স্কুলটি হস্তান্তর করে দিবেন বলে জানান। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল অদুদ ও সহ-সভাপতি মোবাশ্বীর আলী জানান, ওই স্কুলটি নিয়ে চরম দুশ্চিতায় রয়েছি। এফআইভিডিবি বর্তমানে দায়িত্ব পালনও করছে না, আবার ভুমি ও স্কুল শর্ত মোতাবেক গ্রামবাসীর অনুকুলে ফিরিয়েও দিচ্ছেন না। ফলে সরকার বা অন্য কোন সংস্থার কাছে যাওয়া বা সাহায্য চাওয়া অসম্ভব হয়ে দাড়িয়েছে। তারা আরো বলেন, এলাকার কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে খুব কষ্ট করে শিক্ষকদের সামান্য সম্মানি দিয়ে কোন মতে স্কুলটি চালু রেখেছি। কত দিন পারবো তা জানিনা। এলাকাবাসী ওই এলাকার একমাত্র আলোর দিশারী সরদারপুর প্রাথমিক বিদ্যালয়ের হাল ধরার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com