শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

চুনারুঘাটে দেড় কোটি টাকা মুল্যের আগর বাগানের দখল নিতে প্রভাবশালী মহল মরিয়া

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৩৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের মুছিকান্দি পুর্ব পাহাড় মৌজায় ৫শ হেক্টর টিলা রকম ভুমিতে রোপিত বন বিভাগের প্রায় দেড় কোটি টাকা মুল্যের পরীক্ষমুলক আগর বাগান দখলে নিতে একটি প্রভাবশালী মহল এখন মরিয়া। ১৯৯৯/২০০০ সালে এ বাগানটি বন বিভাগ সামাজিক বনায়নের আওতায় সৃজন করেছিল। এ বাগানে এখন প্রায় ৪ হাজার আগর গাছ রয়েছে। আগর গাছগুলো পরিপক্ষ হওয়ার পর ভুয়া কাগজপত্র তৈরী করে এলাকার একটি প্রভাবশালী মহল দখলে নেয়ার পাঁয়তারা চলাচ্ছে। বাগান রক্ষায় বন বিভাগ হিমসিম খাচ্ছে। সিলেট বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের রেমা ভিট অফিস সূত্র জানায়, ২০০০ সালে বন বিভাগ অংশীদারিত্বের ভিত্তিতে আমীর আলীসহ ৪ উপকার ভোগীর মাধ্যমে আগর বাগানটি সৃজন করে যৌথভাবে পরিচর্যা শুরু করে। প্রায় ৭০ হাজার টাকা খরচ করে বাগান সৃজনের পর উপকার ভোগীদের সাথে বন বিভাগের একটি চুক্তিনামা সম্পাদন করা হয় ২০০৭ সালে ২৭ সেপ্টেম্বর। আগর গাছগুলো পরিপুর্ন হবার পর গাজীপুর ইউনিয়নের পাহাড়ী আলীনগর গ্রামের দরবেশ আলী সহ আরো কয়েকজন ব্যক্তি ওই দাগের জমি তাদের বলে দাবী করে আগর বাগান দখলে নেয়ার ষড়যন্ত্র করতে থাকে। গত ২৫ মার্চ দরবেশ আলীর নেতৃত্বে একদল লোক আগর বাগানে হামলা চালিয়ে স্থাপিত সাইনবোর্ড তুলে নেয়। এ কারনে ২৪ মার্চ বন বিভাগ দরবেশ আলী ও লুৎফুর রহমানসহ অজ্ঞাত ৪০/৫০ জনের নামে চুনারুঘাট থানায় মামলা করে। উপকার ভোগী আমীর আলী জানান, আলীনগর গ্রামের দরবেশ আলী জনৈক দেলোয়ার হোসেন ও মোয়াজ্জেম হোসেন নামের দুই সহোদরের কাছ থেকে ৫ একর ১৭ শতক ভুমি ক্রয় করেন মর্মে ১৯৮৩ সালে ১৯৭৭ নম্বর দলিল তৈরী করে মুছিকান্দি পুর্ব পাহাড় মৌজার ১৭৮৯ দাগের জমি দাবী করেন। এ নিয়ে বিভিন্ন দপ্তর থেকে কয়েক দফা তদন্ত পরিচালিত হয়। তদন্তে দরবেশ আলীর তৈরী করা দলিলের জমিটি আগর বাগান থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে রয়েছে বলে প্রতিয়মান হয় এবং দরবেশ আলী গংদের নামে জমির নামজারী বাতিল করে পুর্বের দাগে বহাল রাখার নির্দেশ দেন আদালত। দলিল দাতা মোয়াজ্জেম হোসেন নোটারী পাবিলিকের মাধ্যমে বলেছেন তিনি ওই জমি দরবেশ আলীর কাছে বিক্রি করেন নি কিন্তু কোন কিছুই মানতে নারাজ দখলকারীরা। গত ২১ মার্চ চুনারুঘাট সেটেলম্যান্ট অফিসের এক কর্মকর্তা আগর বাগান পরিদর্শন করে স্থানীয় মানুষের মতামত গ্রহন করেছেন। স্থানীয়রা জানান, দরবেশ আলীদের কোন জমি আগর বাগানে নেই। এ অবস্থায় কোটি টাকা মুল্যের আগর বাগান রক্ষায় বন বিভাগ কড়া নজরধারী চালাচ্ছে। অপরদিকে দখলকারীরা দলবদ্ধ হয়ে বাগান দখলে নিতে মরিয়া। এ কারণে বন বিভাগ, উপকারভোগী ও দখলকারীদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বন বিভাগ বাগানের অভ্যন্তরে কাউকে পেলেই গুলি করার হুমকী দিয়েছে। পরিস্থিতি থম থমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com