স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চাঁনপুর বস্তি থেকে আফিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ৫ বছর পূর্বে আফিয়াকে বিয়ে দেয়া হয়। আফিয়া স্বামীকে নিয়ে তার পিত্রালয়ে বসবাস করে। গত সোমবার রাত ১১ টায় ঘরের তীরের সাথে আফিয়ার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে এসআই আশরাফুল ইসলামসহ পুলিশ লাশ উদ্ধার করে।