বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

লন্ডন প্রবাসীর জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ॥ ইনাতগঞ্জ বাজারে সংঘর্ষে আহত জয়নাল মারা গেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত জয়নাল আবেদীন (৪৮) মারা গেছেন। ঢাকার স্কয়ার হাসপাতালে ৩ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১২ চিকিৎসা ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জয়নাল মারা যাবার খবর এলাকায় পৌছুলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই আলিম উদ্দিন এর মধ্যে ভূমি ও ইনাতগঞ্জ বাজারে দোকান ঘর নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়ের মধ্যে হামলা, সংঘর্ষ মামলা পাল্টা মামলা চলে আসছে। গত শনিবার সকালে উভয় পক্ষের সংঘর্ষে জয়নাল আবেদীন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আই.সি.ইউ’তে রাখা হয়। চিকিৎসকগণ আপ্রানা চেষ্ঠা করেও জয়নালের জ্ঞান ফিরিয়ে আনতে পারেননি। সোমবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় রাত ১২টায় তাকে মৃত ঘোষনা করা হয়।
গত প্রায় বছর খানেক পূর্বে গিয়াস উদ্দিনের ভগ্নিপতি আবুল কালাম আজাদ এর ইনাতগঞ্জ মদিনা মার্কেটে ব্যবসা প্রতিষ্টানে আলিম উদ্দিন ও তার লোকজন হামলা করে আসবাবপত্র ভাংচুর করে। এর পর থেকেই বিরোধ চাঙ্গা হয়ে উঠে। অপরদিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে জগন্নাথপুর উপজেলার খাঁনপুর মৌজায় লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের নামীয় জায়গা বেশ কিছু দিন ধরে আলিম উদ্দিন জোর দখল করে। এর পর পরই ওই জায়গাতে একটি টিন সেট ঘর ও তৈরী করা হয়। লন্ডনী দেশে না থাকায় কেহ কোন বাধা দিতে পারেনি। প্রবাসী গিয়াস উদ্দিন দেশে আসলে তার জায়গা দখল নিতে নানা ফন্দি শুরু  করেন।
এদিকে গত শনিবার সকালে গিয়াস উদ্দিনের নেতৃত্বে অনেক লোকজন দখলীয় ওই ভূমিতে পাল্টা দখল নেন এবং ঘরটি ভেঙ্গে ও গুড়িয়ে ফেলেন। খবর পেয়ে আলিম উদ্দিন এর লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে ঘটনা স্থলে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে জয়নাল আবেদীন উভয় পক্ষের ১৫ জন আহত হন। জয়নাল আবেদীনকে প্রথমে সিলেট ও ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল রাত ১২ টার দিকে সে মারা যায়।
উল্লেখ্য, ইনাতগঞ্জের দিঘীরপাড় গ্রামের আলিম উদ্দিন ও তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন এর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে খানঁপুর মৌজায় অবস্থিত কিছু জায়গাই হচ্ছে বিরোধের মুল কারন। উক্ত জায়গা উভয়ই তাদের বলে দাবি করেন। গত প্রায় এক বছর ধরে আলিম উদ্দিন ওই জায়গায় ঘর টিন সেট এর একটি ঘর তৈরী করে দখল করে রেখেছেন। সম্প্রতি গিয়াস উদ্দিন লন্ডন থেকে দেশে এসে ওই জায়গা দখল নিতে গত শনিবার লোকজন নিয়ে ওই ভূমি দখল করতে গেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com