প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর ছাত্রদল নেতা ফয়েজ হাসান শুভ’র আমেরিকা গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম। গতকাল বুধবার শহরের ইনাতাবাদ এলাকায় তার নিজ বাসভবনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রদলের সদস্য ফারুক আহমেদ, আরিফে রব্বানী টিটু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মখলিছুর রহমান ফয়সল, নাজমুল আলম খান ফরহাদ, বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ছোটন, রিফাত চৌধুরী মিল্লাদ, সানী চৌধুরী, শরীফ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী শুভ সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন এবং সময় স্বল্পতার কারণে সবার সাথে দেখা করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন।