রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজনৈতিক অস্থিরতার সুযোগে হবিগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে নকল সোনার ব্যবসা

  • আপডেট টাইম বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন থেমে থাকলেও হবিগঞ্জ শহরে ফের সক্রিয় হয়ে উঠেছে নকল সোনা ব্যবসায়ী সদস্যরা। তবে নিয়মিত টহল থাকায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাদের চলাচল কমলেও নতুন বাসস্ট্যান্ড এলাকায় সম্প্রতি তারা মাথাচড়া দিয়ে উঠেছে। বাসস্ট্যান্ডটি শহরের কোর্ট স্টেশন এলাকায় চলে যাওয়ার কারণে পুরাতন নকল সোনা কারবারীদের অনেকেই এ ধান্দা ছেড়ে দিলেও তাদের গডফাদার ছাবু লেগে আছে। ইতোপূর্বে নকল সোনা বিক্রির অভিযোগে তাকে পুলিশ অসংখ্যবার গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। কিন্তু আইনের ফাকঁ দিয়ে সে ফিরে এসে নতুন সদস্য যোগাড় করে ফের শুরু করে পুরোনো ধান্দা। এতে করে জেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষকে বোকা বানিয়ে ছাবু সর্বস্ব হাতিয়ে নিচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে কোর্ট স্টেশন এলাকায় জনৈক মহিলার নিকট থেকে গডফাদার ছাবু ও তার সহযোগি ফজলু নকল সোনা দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় স্থানীয় জনতা ফজলুকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় গডফাদার ছাবু পালিয়ে যায়।
সরজমিন বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনকালে স্থানীয়রা জানান, ছাবু ও  ফজলুকে দেখে নকল সোনা বিক্রেতা চেনার কোন উপায় নেই। তাদের মধ্যে একজন রিক্সা চালায়, আরেকজন থাকে যাত্রী হিসেবে। বোকা টাইপের কেউ দেখলে তাদেরকে রিক্সায় যাত্রী হিসেবে তুলে। কিছুদূর যাবার পর রিক্সা চালক হাত থেকে কৌশলে একটি কাগজ ও পুটলা টাইপের কিছু মাটিতে ফেলে দেয়। তারপর সেটা তুলে যাত্রীকে পড়তে দেয়। এতে লেখা থাকে, প্রিয় স্বপন বাবু, আমার আদাব নিবেন। আমি বিদেশ থেকে আমার বোনের হাতের ২টি বালা ও কানের দুল বানানোর জন্য স্বর্ণ পাঠালাম। উহা ভাঙ্গাইয়া বালা ও কানের দুল বানাইয়া দিবেন। ইতি/ফজলু মিয়া।
এই চিঠিটা যাত্রী পড়ে শুনানোর পর যাত্রীকে সোনার টুকরাটি কেনার জন্য চাপাচাপি করা হয়। না কিনলে এক প্রকার জোর করেই দেয়ার চেষ্টা করে। গডফাদার ছাবু ও সহযোগি ফজলু গতকালও এরকম ঘটনা ঘটানোর সময় জনতা ফজলুকে আটক করে পুলিশে দিতে পারলেও ছাবু পালিয়ে যায়। আটককৃত ফজলু মোহনপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com