শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

এমপি আব জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আব জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে শহরের স্থানীয় আরডি হল ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় চ্যাম্পিয়ান হন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাব-২ এর পক্ষে রকি ও বাপ্পী এবং রানার্সআপ হন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাব-১ এর পক্ষে শিবলু ও শিশির। খেলায় বিভিন্ন জেলা থেকে ৩২টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন সন্তোষ দেবনাথ। পরে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভূ’র সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফনি ভূষন দাশ, ফেমা সভাপতি এডঃ বশির আহমেদ দুলাল, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সফিউল আলম সাফি, হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মুর্শেদ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এই টুর্ণামেন্টটি আগামী বছর থেকে গোল্ডকাপ টুর্ণামেন্ট হবে বলে ঘোষণা দেন।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ান দলকে ১টি ফ্রিজ ও রানার্সআপ দলকে ১টি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com