প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিকে প্রাণনাশের হুমকী প্রদানকারী হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বিপ্লবকে বহিস্কার করা হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের আব্দুস সোবহানের পুত্র। গতকাল জেলা স্বেচ্ছাসেবকলীগের জরুরী সভায় দলীয় শৃংখলা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে এ বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অমল কুমার দাশ পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রউফ, মোতাব্বির খান, এডঃ নুরুল কবির তরফদার, রফিকুল ইসলাম, এডঃ ফয়জুল বশীর চৌধুরী সুজন, এহসানুল হক সোজা, নজরুল ইসলাম শামীম, এস এম নাবিউর রহমান, নাজমুল হোসেন আনার, রূপক দেব, কুতুবুল আলম, এডঃ এনামুল হক, সৈয়দ কাউছার, শেখ সেবুল আহমেদ, মাসুক ভান্ডারী, মাসুম আজাদ, আরিফুর রহমান, কে এম শাহীন, বাবুল চৌধুরী, মিজানুর রহমান মিজান, উছাইন আহমদ লিটন, মামুন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এডঃ মোঃ আবু জাহির এমপি হবিগঞ্জ জেলা আওয়ামী পরিবারের অভিভাবক। তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ ঐক্যবদ্ধ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বিপ্লব এর মোবাইল ফোন থেকে এডঃ মোঃ আবু জাহির এমপি মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়ে ম্যাসেজ দেয়া হয়। এতে বলা হয় দও করষষ ণড়ঁ’ অর্থাৎ আমি তোমাকে হত্যা করবো। এ প্রেক্ষিতে বুধবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এ বিপ্লব সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। এডঃ মোঃ আবু জাহির এমপি’র পিএস সুদীপ দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গতকাল গ্রেফতারকৃত বিপ্লবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।