সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

বাহুবলে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ৫০০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শংকরপুর কাশিপুর গ্রামের নিকটবর্তী হাওড়ে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার দুয়াইন্যা প্রকাশিত এ্যাইন্যা বিলটি প্রশাসন চলতি সনে লিজ প্রদান করে স্থানীয় ইজ্জতপুর করাঙ্গী সমবায় সমিতিকে। উক্ত সমিতি বিলটি লীজ গ্রহণের পর স্থানীয় আলাপুর মসজিদ কমিটিকে সাব-লীজ প্রদান করে। অপরদিকে, পার্শ্ববর্তী শংকরপুর ও আশপাশের গ্রামবাসীর দাবি উক্ত বিলগুলো যুগের পর যুগ ধরে উন্মুক্ত অবস্থায় উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরে আসছে। সম্প্রতি কতিপয় লোক অন্যায় ভাবে বিলটি দখল করে সরকার থেকে লীজ নিয়েছে বলে দাবি করে আসছে। এ নিয়ে দু’পক্ষের বেশ ক’দিন ধরে উত্তেজনা চলছিল। এ অবস্থায় সাব-লীজ গ্রহীতা দাবিদার আলাপুর প্রকাশিত ফতেহপুর গ্রামবাসী গত রবিবার ওই বিলে পাম্প স্থাপন করে মাছ ধরার উদ্দেশ্যে পানি শুকাতে শুরু করে। বিলের পানি কিছুটা শুকালে সোমবার স্থানীয় শংকরপুর গ্রামের লোকজন ওই বিলে মাছ ধরতে নামে। এ সময় সাব-লীজ গ্রহীতা দাবিদাররা বাঁধা প্রদান করে। এতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এবং বেলা ১১টার দিকে উল্লেখিত পক্ষগুলো সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত অর্ধশত লোক আহত হয়। আহত কালাকারৈল গ্রামের মঈন উল্লার পুত্র আদম উল্লা (৫৫) কে সিলেট ও খরিয়া গ্রামের মুক্তির মিয়ার পুত্র শাহ শামিম (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়। এছাড়া আহত দুলা মিয়া (৬০), ইমাম উদ্দিন (২২), আলমগীর হোসেন (১৬), আবুল হোসেন (৩৪), কাজল মিয়া (৩৫), আব্দুস শহিদ (৪০), মতিন মিয়া (৫০), মোত্তালিব (৪৭), কাউছার মিয়া (২০), আশরাফ উদ্দিন (৪০), মোশাহিদ মিয়া (২৬), শেখ আরব আলী (৩৫), সিজিল মিয়া (২৮) সাহেব আলী (২৫), আশ্বব আলী (৩৫), আউয়াল (২৮), ওলি মিয়া (৩৯) ও বেনু মিয়া (৪০) কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com