আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইকের চালকসহ দুই জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় আল-আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মনসুর আলীর পুত্র ইজিবাইক চালক মোহাম্মদ আলী (২৬) ও ইজিবাইকের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কান্দুরা গ্রামের অনু মিয়ার ছেলে মহসিন মিয়া (২৬)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ইজিবাইকটি মাধবপুর থেকে যাত্রী নিয়ে রতনপুর যাচ্ছিল। আল-আমিন হোটেলের সামনে পৌঁছালে সাহেব আলী ট্রান্সপোর্ট এজেন্সির একটি পিকআপ ভ্যান (যশোর-ট ১১-২২২৫) পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও যাত্রীর মৃত্যু হয় এবং ৫ যাত্রী আহত হন। আহত কামালকে আশংকাজনক অবস্থয় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তার ১টি পা কেটে ফেলা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান- নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে লাশের ময়না তদন্ত হবেনা বলেও জানান তিনি।