মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

পৌর এলাকার উন্নয়নের অগ্রযাত্রাকে প্রতিহত করতে মেয়র জিকে গউছকে মামলায় জড়িয়েছে

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার ৩য় দফা চার্জশীট থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারে দাবীতে হবিগঞ্জ পৌর এলাকার বিশিষ্ট মুরুব্বিাদের সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরবাসীর উদ্যোগে শায়েস্তানগর এলাকার বিশিষ্ট মুুরব্বি সরদার শহিদুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে ও অনন্তপুর এলাকার মুরুব্বি নুরুল ইসরাম নানুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন-হবিগঞ্জ পৌরসভা একটি আধুনিক নগরীতে ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে মেয়র জি কে গউছ দিন রাত অকান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে বার বার প্রতিহত করতে এবং তাকে থামিয়ে দিতে মামলার নামে হয়রানী করতে চায় বিভিন্ন মহল। বক্তারা বলেন-বিগত ১০ বছর সময়কালে কিবরিয়া হত্যা মামলায় অনেকের নাম উচ্চারিত হলেও সদ্য দাখিলকৃত চার্জশীট ব্যাতিত কখনো মেয়র জি কে গউছের নাম উচ্চারিত হয়নি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস হবিগঞ্জ পৌরসভার সাম্প্রতিককালের সিরিজ উন্নয়ন কার্যক্রমে যাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে তারাই তাদের হীন স্বার্থ হাসিল করতে এই চার্জশীট করিয়েছে।
সভায় আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই মানববন্ধন কর্মসূচীকে সফল করতে হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হাজী মোঃ নুর মিয়া, সুবেদার আব্দুল মতিন, মোঃ ফজলুর রহমান লেবু, কাজী মরাই মিযা, মোঃ সামছু মিয়া, এম জি মুহিত, আকলাছ মিয়া, নজরুল ইসলাম সিদ্দিকী ফারুক, নাজমুল হাসান বচ্চু, আলহাজ্ব আফতার উদ্দিন ফরহাদ, মোঃ আব্দুল ওয়াহেদ, এম জি মওলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মুসলিম উদ্দিন, নিয়াজুল বর চৌধুরী, এডঃ এস এম বজলুর রহমান, গোলাম রাব্বানী সিতু, মোঃ দুদু মিয়া, ফারুক মিয়া, আব্দুল হক, মোঃ মধু মিয়া, হাজী আব্দুল হেকিম, সিরাজ মিয়া, আব্দুল আজিজ, সেলিম মিয়া, এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মোঃ আব্বাস উদ্দিন, আলহাজ্ব মাওলানা গোলাম সাওয়ার আলম, নুরুল আনাম খান টিপু, আজিজুর রহমান কাজল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com