শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্র্রীষ্টান ঐক্য পরিষদের কর্মী সমাবেশ’

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ৪০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গত ৮ নভেম্বর (শনিবার) বিকাল ৩টায় শহরের এম, সাইফুর রহমান টাউন হলে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হবিগঞ্জ সদরসহ জেলার প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ী এবং ছাত্র যুব ঐক্য পরিষদ নেতবৃন্দ উপস্থিত হন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত সেন, অসিত ভট্রাচার্য্য, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী জয়ন্তী রায়, যুগ্ম সম্পাদিকা দিপালী চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অরুন দেবনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্রাচার্য্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সুব্রত চক্রবর্তী, এডভোকেট রনজৎ দত্ত ও জগদীশ চন্দ্র মোদক। সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী। জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মনমোহন দেবনাথের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস। উক্ত সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট বিভাগের বিভাগীয় সম্পাদক ও আয়কর আইনজীবী নলিনী কান্ত রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলার সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী, নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, বাহুবল উপজেলার সভাপতি নিহার রঞ্জন দেব, মাধবপুর উপজেলার সভাপতি হরিশ চন্দ্র দেব, চুনারুঘাট উপজেলার সভাপতি সত্যেন্দ্র চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ থানার প্রতিনিধি শংকর রায়, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট নারদ চন্দ্র গোপ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জন্টু দেব, সদস্য সচিব শিভাষ চক্রবর্তী, পৌর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রাজগোপাল দাশ চৌধুরী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা সভাপতি অমিত ভট্রাচার্য্য। বক্তাগণ আগামী ২৩ জানুয়ারী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগদান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান এবং বিভিন্ন দাবী দাওয়ার তুলে ধরে কিছু কিছু সাম্প্রদায়িক সংগঠন থেকে সতর্ক থাকার আহ্বান জানান। বক্তারা অর্পিত সম্পত্তি সংক্রান্ত-‘ক’ তপশীলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, দূর্গাপূজার তিন দিন ছুটি, হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ফাউন্ডেশন, খ্রীষ্টান ফাউন্ডেশন ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী জানান। এ ছাড়া অর্পিত সম্পত্তি আইন সম্পূর্ণরূপে বাতিল করার দাবী জানান।
বক্তাগন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আন্দোলনের বিভিন্ন কর্মকান্ড কলাকৌশল প্রসঙ্গে ব্যাখা দেন এবং সংগঠনকে গতিশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় সর্বসম্মতক্রমে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন ২০১৫ইং সনের ২৮ ফেব্র“য়ারীর মধ্যে অনুষ্ঠানের জন্য অমিয়াংশ দাশগুপ্ত বাবুকে আহ্বায়ক এবং শড়খ শুভ্র রায় ও আশুতোষ অধিকারীকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com