বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য অধ্যয়নরত শিশুদের মৌসুমী ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) হবিগঞ্জ প্রেসক্লাবে এনটিভি জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্ম সচিব নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের সেক্রেটারী মহসিন আহমেদ, হবিগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী চৌধুরী মাহবুবুল বারী মুবিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, এয়ার লিংক চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন জাহাঙ্গীর, কবি তাহমিনা বেগম গিনি। বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন- এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালীম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, বাসস ও জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুরউদ্দিন, দৈনিক জনকন্ঠ হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, বিজয় টিভির প্রতিনিধি মাসুক আলী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র রিপোর্টার তানভীর হোসাইন, এনটিভি ইউরোপের বানিয়াচঙ্গ প্রতিনিধি আক্তার হোসেন আল-হাদী প্রমূখ। এছাড়া অনুষ্ঠান সম্পর্কে অভিমত জ্ঞাপন করেন হবিগঞ্জ শহরের রাজনগরস্থ আল-আমিন ইসলামী একাডেমী ও হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মামুনুর রশীদ, টাউন হল রোডস্থ হযরত ওসমান (রা:) হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ মোবারক চৌধুরী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশুদের আম ও আনারসসহ বিভিন্ন মৌসুমী ফল খাওয়ান। এছাড়া প্রত্যেক শিশুকে খাওয়ানোর জন্য প্রতিষ্ঠান প্রধানের কাছে আম, কাঁঠাল ও আনারস প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ হবিগঞ্জে এনটিভির এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। শিশুরা সুস্বাদু ফল খেয়ে আনন্দ প্রকাশ করে। অতিথিবৃন্দ বলেন- এনটিভি অত্যন্ত জনপ্রিয় টিভি হিসেবে পরিচিতি লাভ করেছে। হবিগঞ্জে পবিত্র কোরআনের পাখিদের ফল খাওয়ানোর যে আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com