স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। কিন্তু দুপুরে উচ্ছেদ করা হলেও বিকালে পুনরায় একই অবস্থায় ফিরে যায় এই স্থানটি। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় যার যার ইচ্ছামতো পৌরসভার জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। এসব স্থাপনায় আবার অবৈধ বিদ্যুৎ সংযোগও রয়েছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। বাড়ছে লোডশেডিং। বিষয়টি নিয়ে লেখালেখি হলে গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা ও সেনাবাহিনী ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান করেন। এ সময় শহরতলীর পোদ্দার বাড়ি থেকে শায়েস্তানগর বাজার পর্যন্ত সড়কের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু বিকালে আবারও এসব দোকান বসে যায়। এলাকাবাসী জানান, কিছু প্রভাবশালী লোক শায়েস্তানগর কবরস্থান রোড ও বাজার এলাকায় অবৈধ স্থাপনা বসিয়ে প্রতিদিন দোকান প্রতি ১শ থেকে শুরু করে হাজার টাকা হাতিয়ে নেয়। উচ্ছেদের পর বিকালে আবারও দোকান বসায় উচ্ছেদ অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই দাবি শুধু উচ্ছেদ করলেই চলবে না, ব্যবসায়ীকে জেল-জরিমানা করলে হয়তোবা আর ফুটপাত দখল হবে না।