স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- জনকল্যাণ মূলক কজ করাই আমার রাজনীতির মূল লক্ষ। এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোই আমার প্রধান কাজ। সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মায়া করে আমার হাতে বিএনপির পতাকা তুলে দিয়ে ছিলেন। আমি এ পতাকার অমযার্দা করেনি। ফ্যাসিষ্ট শেখ হাসিনার শত অত্যাচার-নিযার্তনকে সহ্য করেও নেতাকর্মীদের পাশে থেকেছি। সুখে-দুঃখে তাদের সঙ্গে ছিলাম। তাই তারেক রহমান সাহেব ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোঘিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মত বিনিময় সভায় প্রধানা অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- সৈয়দ মোঃ ফয়সল সাহেব শুধু মাধবপুর চুনারুঘাট বিএনপিকে সুসংগঠিত করেননি বরং বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের রোশানল থেকে দলের নেতাকর্মীদের আগলে রেখেছে। জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের ঐকবন্ধ রেখেছেন। নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, পৌর বিএনপির সাধারণ সাম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, ইউ/পি সাধারণ সাম্পাদক জয়নাল মহালদার, তপু মেম্বার, কিতাব আলী মেম্বার, খসরু মেম্বার, আব্দুর নূর, আব্দুর রউপ, রুবেল মেম্বার, আব্দুর রশিদ লঘুজ মেম্বার, কমেড নায়েক, শ্যামলী দেব, রইছ আলী সর্দার, শ্যামল দেব, সফিক মেম্বার, সফিকুল হসলাম, মাওলানা নুরুল ইসলাম, কুদ্দুছ মেম্বার, সাদন সাওতাল, খেলু নায়েক, জয়নাল মহালদার,লিলু পার্থ, রোকনউদ্দিন, নাসিম মিয়া, জয়নাল মিয়া, ফজলু মিয়া, মতবিনিময় সভা হলেও তা পরবর্তীতে জনসভায় রুপ নেয়। তৃর্ণমূলের নেতাকর্মীরা আগামী নিবার্চনে হবিগঞ্জ-৪(মাধবপুর-চ্নুারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন আনার জন্য অনুরোধ করেন।