স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রাম থেকে ২ মামলার পরোয়ানাভুক্ত আসামি আল্উাদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে থানার ওসির নির্দেশে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত জমির আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদাতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।